BARABANI-SALANPUR-CHITTARANJAN

প্রয়াত মানিক উপাধ্যায় ও প্রয়াত পাপ্পু উপাধ্যায় মেমোরিয়াল নকআউট ক্রিকেট টুর্নামেন্টে সালানপুর জয়ী

 বেঙ্গল মিরর, কাজল মিত্র :-সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুক্রবার কল্যানেস্বরি লেফট ব্যাংক ফুটবল গ্রাউন্ডে দেন্দুয়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক  তিন দিনব্যাপী প্রয়াত মানিক উপাধ্যায় ও প্রয়াত পাপ্পু উপাধ্যায় মেমোরিয়াল নকআউট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছিল যার ফাইনাল খেলাটি রবিবার অনুষ্ঠিত হয়।খেলার উদ্বোধন করেন বারাবনীর বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় , বিধায়ক স্ত্রী সুচিস্মিতা উপাধ্যায়, ও কাউন্সিলের মেয়র ওয়াসিমুল হক এদিন যৌথভাবে এই উদ্বোধন করেন।এদিন সর্ব প্রথম  প্রয়াত মানিক উপাধ্যায় এবং প্রয়াত পাপ্পু উপাধ্যায়ের প্রতিকৃতিতে মালা অর্পণ করেন।এছাড়াও, বিধায়ক বিধান উপাধ্যায় খেলোয়াড়দের সাথে হাত মিলিয়ে বিশেষ উৎসাহ প্রদান করেন একই সাথে সাদা পাখি ও বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করা হয়।

বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ  মহম্মদ আরমান, ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিং এবং ব্লক INTTUC সভাপতি মনোজ তিওয়ারি, বারাবনী তৃণমূল কংগ্রেস যুব নেতা মুকুল উপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি  মন্ডল, সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র ,সালানপুর থানা ইনচার্জ অমিত হাটি , রূপনারায়ণপুর ফাঁড়ি ইনচার্জ নাজরীন সুলতানা ,কল্যানেস্বরী
ফাঁড়ি ইনচার্জ উজ্জ্বল সাহা সহ
সমস্ত পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান । খেলা টুর্নামেন্টে মোট ১৩টি দল অংশগ্রহণ করেছিল, যার মধ্যে  ফাইনাল খেলাটি সালানপুর ব্লক বনাম সমাডি পঞ্চায়েত এর  মধ্যে হয় খেলার হাড্াহাড্ডি খেলায়
10 ওভারের শেষে  সামডি 82 রান করে সালানপুর  ব্লক কে টার্গেট দেয় যেখানে সলানপুর
ব্লক সাত অভার দুই বল শেষে চার উইকেট এর বিনিময়ে  জিত হাসিল করে । টুর্নামেন্টের বিজয়ী দলকে 50,000 টাকা এবং একটি কাপ প্রথম পুরস্কার হিসাবে এবং রানার্স আপ দলকে 30,000 টাকা এবং একটি কাপ, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ ইত্যাদি সহ অন্যান্য পুরস্কার প্রদান করা হয়।

Leave a Reply