বার্ণপুরে তৃনমুল কংগ্রেস প্রার্থীর
বেঙ্গল মিরর, বার্ণপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল দক্ষিণ বিধান সভার বার্ণপুরে বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত হুড খোলা গাড়িতে রোডশো সহ প্রচার সারলেন আসানসোল লোকসভা কেন্দ্রের তৃনমুল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। তার সঙ্গে ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, রাজ্য সম্পাদক ভি শিবদাসন তরফে দাসু সহ আসানসোল পুরনিগমের একাধিক কাউন্সিলর ও ব্লকের নেতারা।




এদিন বিকেলে বার্নপুর স্টেশন রোড থেকে তৃনমুল প্রার্থীর রোডশো শুরু হয়। তা বারি ময়দান, পুরানাহাট মেইন রোড, রহমতনগর , শান্তিনগর, পুরানিয়া তলাও মোড়, নরসিং বাঁধ, তরুণ সংঘ ক্লাব, ত্রিবেণী মোড়,বার্নপুর বাসস্ট্যান্ড হয়ে বারি ময়দানে এসে শেষ হয়।
- Asansol : कालीपहाड़ी में अवैध बालू डिपो को लेकर दो गुटों में टकराव, तनाव
- আসানসোলে তিন বিধানসভার বিএলওদের নিয়ে বৈঠক
- তৃণমূল কংগ্রেসের মিছিল ও সভায় সায়নী ঘোষন, নরেন্দ্র মোদির সফরকে কটাক্ষ, ২০২৬ এ আবারও ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়
- Asansol: अतिक्रमण हटाने पर कब टूटेगी कुंभकर्णी नींद : शंभूनाथ झा
- প্রধানমন্ত্রীর সভার আগের দিন আক্রমণাত্মক বিজেপির রাজ্য সভাপতি , ” বাঙালি অস্মিতা ” নিয়ে শাসক দল কটাক্ষ, বাংলার বকেয়া নিয়েও জবাব