আসানসোলে জনসংযোগে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, করলেন বৃক্ষরোপণ, বসলেন চা চক্রে
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ দলের নির্দিষ্ট করে দেওয়া কর্মসূচিতে অংশ নেওয়ার পরে নিজের মতো করে রবিবার সকালে জনসংযোগ সারলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
তিনি এদিন সকালে প্রথমে আসানসোল শহরের জিটি রোডের রেলওয়ে চিলড্রেন পার্কে বৃক্ষরোপণ করেন। সেখানে তিনি দলের নেতা ও কর্মীদের সঙ্গে শরীর চর্চা করেন। এর পরে তিনি রবীন্দ্র ভবনের সামনে চা চক্রে অংশ নেন।
তার সঙ্গে এই দুই কর্মসূচীতে তার সঙ্গে ছিলেন আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়, রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, জেলা সম্পাদক অভিজিৎ রায়, প্রশান্ত চক্রবর্তী।
তবে তিনি এই দুই জায়গায় সংবাদ মাধ্যমের সঙ্গে কোন কথা বলেননি।
প্রসঙ্গতঃ, দিলীপ ঘোষ শনিবার বিকেলে আসানসোল শহরের জিটি রোডে সিটি বাসস্ট্যান্ডের দলের ওবিসি মোর্চার তাকে গণতন্ত্র হত্যা দিবস পালনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
- রানীগঞ্জে দেওয়াল চাপা পড়ে দুজনের মৃত্যু, কয়েকজন চাপা পড়ার আশঙ্কা
- Mamata Banerjee का मास्टर स्ट्रोक पहुंची धरना मंच, कहा सीएम नहीं आपकी दीदी, सभी रोगी कल्याण समिति भंग
- Asansol फिर खुली ड्रेनेज सिस्टम की कलई, सड़कों पर भरा पानी, जनता परेशान
- बंगाल को अशांत करने की साजिश कर रहे हैं विरोधी : मलय घटक
- এবারও নমো – নমো করেই বিশ্বকর্মা পুজো সম্পন্ন হবে মঙ্গলপুর শিল্পতালুকে