মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা, আগুনে পুড়ে গুরুতর জখম এক ইঞ্জিনিয়ার সহ ৫ জন
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : ফের মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে ঘটল দুর্ঘটনা। আজ দুপুরে মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিটে মেরামতির কাজ চলাকালীন আচমকাই ইলেক্ট্রিক ব্রেকার থেকে আগুনের হলকা বেরিয়ে আসে। সেই আগুনে ঝলসে যান ওই জায়গায় কর্মরত এক ইঞ্জিনিয়ার সহ ৫ জন। আহতদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ডিভিসি পরিচালিত মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিটে গত ১ আগষ্ট থেকে উৎপাদন বন্ধ রেখে রুটিন মেইনটেনেন্সের কাজ চলছিল। সূত্রের খবর ওই ইউনিটে মেইনটেনেন্সের কাজ করার সময় আচমকাই একটি ইলেক্ট্রিক ব্রেকার থেকে আগুনের হলকা বেরিয়ে আসে। আগুনে পুড়ে ঝলসে যায় ওই সময় কর্মরত এক ইঞ্জিনিয়ার সহ মোট ৫ জন। ইঞ্জিনিয়ার ছাড়া আহত ৪ শ্রমিক ঠিকা শ্রমিক হিসাবে ওই বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ছিলেন বলে জানা গেছে। দ্রুত আহতদের উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।