Justice For RG Kar Victim : প্রতিবাদে সরব আসানসোল, জনজোয়ারে ভাসলো রাজপথ
” রাত দখল করো ” মেয়েরা স্লোগান তুলে বিচারের দাবি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আরজি করের ঘটনার প্রতিবাদে পিছিয়ে থাকলো না শহর আসানসোল। ” রাত দখল করো ” মেয়েরা স্লোগান তুলে সরব হলো আসানসোল শহরের সাধারণ মানুষেরা। শহরের জিটি রোডের ভগৎ সিং মোড়ে রাত এগারোটা থেকে ভিড় জমে যায় কয়েক হাজার মানুষের। বিভিন্ন সামাজিক সংগঠনের তরফে গত কয়েক দিন ধরে এই জমায়েতে আসার জন্য প্রচার চালানো হচ্ছিলো। সেই প্রচারে সাড়া পড়ে যায়।
কিছুক্ষনের মধ্যে শুরু হয় হোক কলরব । সঙ্গে চললো ” উই ওয়ান্ট জাস্টিস” চাওয়ার দাবি । তারপর এলো সেই সন্ধিক্ষণ। ১১.৫৫। শুরু হলো শঙ্খধ্বনি। জ্বালানো হলো মোবাইলের ফ্ল্যাশ লাইট। এরপর আরজি করের খুন হওয়া মহিলা চিকিৎসকের স্মরণে হল এক মিনিট নীরবতা পালন। তারপর শুরু হয়ে যায় জমায়েত হওয়া সমাজের বিভিন্ন স্তরের মানুষদের মতামত জানানোর পালা। সঙ্গে চলে নানা ধরনের সাংস্কৃতিক কার্যক্রম।
যারা এসেছিলেন, তাদের সবার একটাই দাবি, আমরা বিচার চাই।