ASANSOL

আন্তর্জাতিক আলোকচিত্র দিবসে আসানসোল প্রেস ক্লাবের উদ্যোগ, বিদ্যাসাগর আর্ট গ্যালারিতে সাতদিনের চিত্র প্রদর্শনী

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ গোটা বিশ্ব জুড়ে সোমবার পালিত হলো আন্তর্জাতিক আলোকচিত্র দিবস বা ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি দে। এই উপলক্ষে আসানসোল প্রেস ক্লাবের উদ্যোগে আসানসোল রবীন্দ্র ভবনের অদূরে বিদ্যাসাগর আর্ট গ্যালারিতে শুরু হলো এক চিত্র প্রদর্শনী। সাতদিন ধরে অর্থাৎ আগামী ২৫ আগষ্ট পর্যন্ত এই প্রদর্শনী চলবে।
এদিন বিকেলে এক অনুষ্ঠানে ফিতে কেটে এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়। অন্যদের মধ্যে ছিলেন শিল্পী সুশান্ত রায়, কালিদাস মিত্র, বাসুদেব মন্ডল, আসানসোল প্রেস ক্লাবের সহসভাপতি দেবযানী সিনহা সহ অন্যান্যরা। উদ্বোধনের পরে অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন।

মেয়র পারিষদ বলেন, আসানসোল প্রেস ক্লাবের উদ্যোগ সত্যি অভিনব।
বিভিন্ন বিষয়ে মোট ৯ জন ফটোগ্রাফারের ছবি এই প্রদর্শনীতে জায়গা পেয়েছে। তারা হলেন গৌর শর্মা, সত্যজিৎ রায়, অজয় রায়, স্বর্ণদ্যুতি সিংহ , সুদীপ্ত চক্রবর্তী, পুলক দাস, অভিজিৎ মন্ডল, চন্দ্রাণী চক্রবর্তী ও নিরঞ্জন কর্মকার।
আসানসোল প্রেস ক্লাবের তরফে বলা হয়েছে, আন্তর্জাতিক আলোকচিত্র দিবস পালনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিন দুপুর দুটো থেকে রাত আটটা পর্যন্ত এই প্রদর্শনী চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *