RANIGANJ-JAMURIA

রানীগঞ্জে কুখ্যাত দুই ভাইয়ের জুটি গ্রেফতার, ৬-৭  দফা চুরির অভিযোগ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ :  ৬-৭  দফায় চুরির ঘটনা ঘটানোর পর এবার এক বড়োষড় চুরির ঘটনায় হাত পাকিয়েও রক্ষা পেল না কুখ্যাত ডেটারেন্ট ক্রিমিনাল রকি ডোম ও তার ভাই বিক্রম ডোম। বাড়ির সদস্যদের অনুপস্থিত সুযোগ নিয়ে বেশিরভাগ বাড়িতেই তারা নজরদারি চালিয়ে বারংবার ঘটিয়েছে নানান এলাকায় চুরি। আর তারপর ৬-৭ দফায় তারা ধরাও পড়ে পূর্বে এই রকি ডোমকেই চুরির ঘটনা সংঘটিত করতে দেখা গেলেও গত কয়েক বছর ধরে তার ভাই বিক্রম ডোম কে  সঙ্গে নিয়ে লাগাতার চুরি করার পরিকল্পনা করেছিল এই দুই ভাইয়ের জুটি।

খনি অঞ্চল রানীগঞ্জে তাদের নাম চারিদিকে ছড়িয়ে পড়ায় কয়েক বছর তারা কাঁকসা দুর্গাপুর ও অন্য সব এলাকায় চুরির ঘটনা সংঘটিত করছিল। ইদানিং রানীগঞ্জে তারা ফিরে আবারো চুরির ঘটনা ঘটালে সিসিটিভির ফুটেজ তাদের ধরিয়ে দিল পুলিশ প্রশাসনের হাতে। রানীগঞ্জ থানার ইন্সপেক্টর বিকাশ দত্তর নেতৃত্বে, পিসি পার্টির পুলিশ এস.আই ইমদাদুল হক, ও এ. এস.আই সুকান্ত দপ্তর সঙ্গেই রানীগঞ্জ থানায় সদ্য যোগ দেওয়া সাব-ইন্সপেক্টর প্রীতম পালের বিশেষ নজরদারিতে রানীগঞ্জের শিশু বাগান এলাকার জ্ঞান ভারতী স্কুল লাগোয়া  এলাকায় চুরির ঘটনার খবর পেয়ে দ্রুত তারা সমস্ত ঘটনার তদন্তে নেমে, প্রথমে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকা রকি ডোমের ভাই বিক্রম  ডোমকে চিহ্নিত করে তাকে রানীগঞ্জের কুমোরবাজার রাজোয়ার পাড়া এলাকা থেকে গ্রেফতার করে।

পরে তাকে জিজ্ঞাসাবাদ এর পর তার সঙ্গে তার দাদা রকি ডোম কে সঙ্গে নিয়ে সে এই চুরির ঘটনা সংগঠিত করেছিল বলে স্বীকারোক্তি করলে, পরে রকি ডোমকে  শিশু বাগানের পরিতক্ত হয়ে পড়ে থাকা, বাণিজ্যিক ভবন থেকে গ্রেফতার করা হয়। এরপরই টানা জিজ্ঞাসা বাদের পর প্রথম দফায় কুমোর বাজারের রাজুয়ার পাড়া এলাকা থেকে বেশ কিছু সোনা রুপোর অলংকার উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে আবারো টানা জিজ্ঞাসাবাদের পর, রকি ডোমকে সঙ্গে নিয়ে শিশু বাগানের ওই পরিতক্ত বাণিজ্যিক ভবনের মধ্যে রকি ডোমের গোপন আস্থানায়  তল্লাশি চালিয়ে সেখানে থাকা তার কাপড় ,চোপড় ,বিছানার মধ্যে থেকে লুকিয়ে রাখা কয়েক লক্ষ টাকার বিভিন্ন স্বর্ণ অলংকার, রুপোর গহনা , কাঁসা-পিতলের ও অ্যালুমিনিয়ামের বাসনপত্র উদ্ধার করে পুলিশ।

শনিবার এই সমস্ত বিষয়গুলি একটি সাংবাদিক বৈঠক করে সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন ডিসিপি সেন্ট্রাল   ধ্রুব দাস, সঙ্গে উপস্থিত থাকতে দেখা যায় ইন্সপেক্টর অজয় বাগ, ইন্সপেক্টর রবীন্দ্রনাথ দলুই, সহ এই চুরির ঘটনার উদ্ধারকারী দলের সকল সদস্যরা। এদিন ডিসিপি সাহেব জানান যে সকল  বাড়ির সদস্যরা বাড়ি ফাঁকা রেখে বাইরে যান তাদের বাড়ি গুলিকেই তারা টার্গেট করে এই ধরনের ঘটনা ঘটায় যা নিয়ে সকলকে সচেতন থাকার কথাও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *