আসানসোলের গার্লস হাইস্কুলে প্রাক্তনীরা পড়ুয়াদের নিয়ে রাস্তায়
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : আসানসোলের তুলসী রানী বালিকা শিক্ষা সদনের প্রাক্তনীরা বুধবার বিকেলে স্কুলের পড়ুয়াদেরকে নিয়ে আরজি করের মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে ও বিচার চেয়ে একটি র্যালি বার করেন। যা এসবি গরাই রোডের স্কুলের সামনে থেকে শুরু হয়। হটন রোড হয়ে তা জিটি রোডের হটন রোডের সংযোগস্থলে গীর্জার সামনে এসে শেষ হয়। সেখানে একটি সভার আয়োজন করা হয়েছিলো।
এই প্রসঙ্গে উদ্যোক্তাদের তরফে মৈত্রেয়ী দাস বলেন, কলকাতায় একজন মহিলা ডাক্তারকে যেভাবে খুন করা হয়েছে তা নিন্দা করার জন্য যথেষ্ট নয়। তার দাবি, নারীর নিরাপত্তার সঙ্গে কোনো আপস করা হবে না। যারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তার কঠোরতম শাস্তি হওয়া দরকার। আমরা এই দাবি করছি।