আসানসোল থেকে নিখোঁজ স্কুল ছাত্রী মিলল রাঁচিতে ? রওনা দিয়েছে পুলিশ
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়: আসানসোলের সেন্ট মেরি গোরেটি স্কুলের নিখোঁজ ছাত্রী দিব্যার ক্লু খুঁজে পেয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসানসোল থেকে রাঁচিতে চলে গিয়েছিল দিব্যা। সেখানে এক যুবকসহ তাকে আটক করেছে পুলিশ। আসানসোল দক্ষিণ পিপি র পুলিশের টিম তাকে আনতে ইতিমধ্যেই রাঁচি রওনা হয়েছে। একই সঙ্গে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে আনতে পারে।
উল্লেখ্য, প্রতিদিনের মতো সোমবারও দিব্যা স্কুলে গেলেও বাড়ি ফেরেননি। দিব্যা কল্যাণপুর হাউজিং এর বাসিন্দা। সোমবার ছুটির পর দুপুর ১টা ৪০ মিনিটে স্কুল থেকে বের হয়ে। এর পর সে কোথায় গেল কেউ জানে না। পরিবারের লোকজন তাকে খুঁজতে ব্যস্ত। সন্ধ্যায় এলাকার লোকজন দক্ষিণ পিপিতে যান। পুলিশ সিসিটিভি স্ক্যান করে তার সূত্র ধরে তল্লাশিতে ব্যস্ত ছিল। পুলিশের কঠোর পরিশ্রমের ফল মিলল এবং অভিযোগের ২৪ ঘন্টার মধ্যে পুলিশ এই কেস সনাক্ত করল।