সিআইএসএফের বিরুদ্ধে মারধরের অভিযোগ, মৃত ও আহত অবস্থায় দুই যুবককে উদ্ধার, বিধায়কের নেতৃত্বে বিক্ষোভ
বেঙ্গল মিরর, কুলটি ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের কুলটি থানার এলসি মোড় সংলগ্ন কুলটির সেল গ্রোথ ওয়ার্কস ( ইস্কো) ১২নম্বর লোকোলাইন গেটের সামনে আহত অবস্থায় দুই যুবককে পড়ে থাকতে দেখেন। এই ঘটনাকে কেন্দ্র সোমবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এলাকার মানুষজনেরা ঘটনার খবর দেন স্থানীয় কুলটি থানায়। খবর পেয়ে এলাকায় পুলিশ আসে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ দুজনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করে। মৃত যুবকের নাম ভিকি রবিদাস ( ৩০)। তার বাড়ি কুলটি থানার বাবুপাড়া এলাকায়। আহত যুবকের নাম লডন ( ৩০)। তারও বাড়ি ঐ এলাকায়। তাকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনার কথা জানাজানি হওয়ার পরে দুই যুবকের পরিবারের সদস্যদেরকে সঙ্গে নিয়ে এলাকার মানুষেরা ঘটনাস্থলে আসেন। তারা বিক্ষোভ দেখানো শুরু করেন। তারা কারখানার মূল গেট ঘেরাও করে তার সামনে বিক্ষোভ দেখান। খবর পেয়ে এলাকায় আসেন কুলটির বিজেপি বিধায়ক ডাঃ অজয় পোদ্দার। তিনি মৃত ও আহত যুবকের পরিবারের সদস্যদেরকে নিয়ে ধর্ণায় বসেন।
পরিবার ও এলাকাবাসীদের অভিযোগ, কারখানায় থাকা সিআইএসএফ এই দুই যুবককে মারধর করেছে। তাদের দাবি, যদি এই যুবকেরা কিছু করে থাকে, তাহলে তা সিআইএসএফ পুলিশকে জানাতে পারতো। তারা নিজেরা আইন কেন হাতে তুলে নিয়েছে? এর জবাব সিআইএসএফ ও কারখানা কতৃপক্ষকে দিতে হবে। পাশাপাশি দুই যুবকের পরিবারকে আর্থিক ক্ষতি পূরণ দিতে হবে।
অন্যদিকে, বিজেপি বিধায়ক বলেন, এলাকার বাসিন্দা ও পরিবারের সদস্যদের অভিযোগ যদি সত্যি হয়ে থাকে, তবে তা ঠিক হয়নি। সিআইএসএফের উচিত ছিলো পুলিশ প্রশাসনের দ্বারস্থ হওয়া। আমি খবর পেয়ে এসেছি। আগে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলি। তারপর কারখানা কতৃপক্ষ ও সিআইএসএফের সঙ্গে কথা বলবো।
এদিকে, কুলটি থানার পুলিশ জানায়, সেল গ্রোথ ওয়ার্কসের গেটের সামনে থেকে দুই যুবককে আহত অবস্থায় উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া। সেখানে ভিকি রবিদাসকে মৃত বলে চিকিৎসক জানান। আহত যুবকের নাম লডন।দুজনেই কুলটি থানা এলাকার বাসিন্দা। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
তবে এই ঘটনা নিয়ে, কারখানা কতৃপক্ষ ও সিআইএসএফের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।