ASANSOL

আবারও পিছিয়ে গেলো সিবিআই আদালতে কয়লা পাচার মামলার চার্জ গঠন

কলকাতায় গ্রেফতার বিকাশ মিশ্রের পুলিশ রিমান্ড, পরের শুনানি ১০ ডিসেম্বর.

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়, দেব ভট্টাচার্য ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আবারও আসানসোল সিবিআই আদালতে ( Asansol CBI Court ) পিছিয়ে গেলো কয়লা পাচার মামলার ( Coal Smuggling Case ) চার্জ গঠন। পরবর্তী শুনানি দিন ১০ ডিসেম্বর হবে বলে সোমবার সওয়াল-জবাব শেষে বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দেন। সেদিন সব অভিযুক্তকে সশরীরে আদালতে হাজির হতে হবে, এমনই নির্দেশ বিচারক দিয়েছেন। এদিন সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে তিনটে পর্যন্ত টানা ৬ ঘন্টা টানাপোড়ন চলে আসানসোল সিবিআই আদালতে। এরমধ্যে তিনবার এজলাস বসে। সিবিআই আদালতের তরফে কলকাতার প্রেসিডেন্সি জেলে মেল করা হয়। বলা হয় ভার্চুয়াল বিকাশকে পেশ করা হোক।
এদিন ৪৮ জন অভিযুক্তর মধ্যে বিকাশ মিশ্র সশরীরে আদালতে হাজির না থাকায়, এদিনের চার্জ গঠন পিছিয়ে গেলো।
রবিবার কলকাতায় কালিঘাট থানা পুলিশের হাতে গ্রেফতার হয় এই মামলার অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র। এদিন তাকে কলকাতায় বিশেষ পকসো কোর্টে পেশ করা হয়েছিলো। সেখানে তার জামিন নাকচ হয়ে, ২৮ নভেম্বর পর্যন্ত পুলিশ রিমান্ড হয়েছে।
এদিন আসানসোল সিবিআই আদালতে আইনজীবি শেখর কুন্ডু, সোমনাথ চট্টরাজ, অভিষেক মুখোপাধ্যায় সহ একাধিক আইনজীবী ছিলেন।


পরে, সোমনাথ চট্টরাজ ও অভিষেক মুখোপাধ্যায় বলেন, যেহেতু বিকাশ মিশ্রকে কলকাতায় অন্য একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। তাই তাকে হাজির করানো যায় নি। তাই এদিন চার্জ গঠন করা সম্ভব হয়নি। বিচারক রাজেশ চক্রবর্তী আগামী ১০ ডিসেম্বর চার্জ গঠন করে হবে বলে নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গতঃ, এর আগে ১৪ নভেম্বর এই মামলার চার্জ গঠনের দিন ঠিক ছিলো। সেদিন বিকাশ মিশ্র আসানসোল সিবিআই আদালতে এসেছিলেন। ঐদিন অন্য দুজন গরহাজির ছিলেন। যার মধ্যে একজন মারা গেছেন। অন্যজন অসুস্থ ছিলেন। তাই চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হলেও, চার্জ গঠন করা যায় নি। সেদিন আইনজীবিদের তরফে সিবিআইয়ের ধারা নিয়ে আপত্তি করে, সওয়াল করার সময় চেয়েছিলেন। সেই সময় বিচারক দেওয়ায় মামলার অভিযুক্তদের তরফে অন্যতম তিন আইনজীবী শেখর কুন্ডু, সোমনাথ চট্টরাজ ও অভিষেক মুখোপাধ্যায় গত ১৮ নভেম্বর সওয়াল করেছিলেন। সেদিন শুনানি শেষে বিচারক রাজেশ চক্রবর্তী ২৫ নভেম্বর সোমবার সিবিআইকে চার্জ গঠন করার নির্দেশ দেন।
জানা গেছে, রবিবার কলকাতার কালিঘাট থানার পুলিশ পকসো মামলায় বিকাশ মিশ্রকে গ্রেফতার করেছে।


প্রসঙ্গতঃ, কয়লা পাচার মামলায় সিবিআই মোট তিনটি চার্জশিট আসানসোল সিবিআই আদালতে জমা দিয়েছে। তাতে ৫০ জনের নাম আছে। তার মধ্যে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র এখনো ফেরার। তাকে সিবিআই ধরতে না পারায়, চার্জশিটে পলাতক বা এ্যাবসকন্ড দেখানো হয়েছে। শুনানি চলাকালীন একজন মারা গেছেন। যে কারণে সিবিআইয়ের মোট ৪৮ জনের নামে চার্জ গঠন করার কথা। ইতিমধ্যেই চার্জ গঠনের প্রক্রিয়ায় কার বিরুদ্ধে কোন ধারা দেওয়া হয়েছে তা সিবিআই আদালতে জানিয়েছে। এই ৪৮ জনের মধ্যে ব্যক্তিগত বা ইনডিভিজুয়াল তিনজনের নামে চার্জ গঠনের কথা বলা হয়েছে। তার মধ্যে অন্যতম হলো এই বিকাশ মিশ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *