আসানসোল পুরনিগমে তুমুল বিক্ষোভ সাফাই কর্মীদের
বেতন বৃদ্ধির দাবিতে বৈঠকেও মিললো না রফা সূত্র, চাওয়া হলো ১৫ দিন সময়
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ বেতন বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আসানসোল পুরনিগমে বিক্ষোভ দেখালেন সাফাই কর্মীরা। এদিন একটি বৈঠক হলেও, তাতে সাফাই কর্মীদের দাবি প্রতিদিনের মজুরি হিসাবে ৫০০ টাকা দেওয়ার ব্যাপারে কোন সিদ্ধান্ত নিতে পারেননি পুরনিগম কতৃপক্ষ বা বেরোওনি কোন রফা সূত্র। তবে তাদের দাবি মতো প্রভিডেন্ট ফান্ড বা পিএফ ও আইডেন্টিটি কার্ড বা পরিচয় পত্র দেওয়ার ব্যাপারটি পুর কতৃপক্ষ মেনে নিয়েছেন। কিন্তু বেতন বৃদ্ধির দাবি পুরোপুরি না মানায়, সাফাই কর্মীরা পুরভবনে মেয়রের চেম্বারের সামনে সন্ধ্যে সাড়ে পাঁচটা পর্যন্ত থেকে যান। তারা নিজেদের বেতন বৃদ্ধিতে দাবিতে অনঢ় থাকেন। যে কারণে মেয়র বিধান উপাধ্যায়, পুর কমিশনার রাজু মিশ্র সহ কেউ পুরনিগম থেকে বেরোতে পারেননি। শেষ পর্যন্ত, পুর কতৃপক্ষ আরো ১৫ দিন সময় চেয়ে নেন, এই বলে যে তাদের দাবি নিয়ে চিন্তা ভাবনা করা হবে। এই আশ্বাস পেয়ে এদিনের মতো সাফাই কর্মীরা তাদের বিক্ষোভ অবস্থান তুলে নেন।
এর আগে, দিন প্রতি ৫০০ টাকা করে মজুরি হিসাবে মাসে ১৫ হাজার টাকা বেতন, পিএফ ও পরিচয় পত্র দেওয়ার দাবিতে পুরনিগমের সাফাই কর্মীরা বিক্ষোভ দেখানোর পাশাপাশি মেয়রের সঙ্গে কথা বলেছিলেন। তখন মেয়র বলছিলেন, এই ব্যাপারে আগামী ২৮ নভেম্বর একটি বৈঠক করে তাদের সঙ্গে কথা বলা হবে। সেই মতো এদিন সকালে পূর্ব নির্ধারিত সময়সূচি মতো আসানসোল পুরনিগমে মেয়রের চেম্বারে স্যানিটেশন কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়ে একটি বৈঠক হয়। এই বৈঠকে মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, পুর কমিশনার রাজু মিশ্র, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। সাফাই কর্মীদের একটি প্রতিনিধি দলও সেই বৈঠক ছিলেন। ঐ বৈঠকে সাফাই কর্মীদের পিএফ ও পরিচয়পত্র দেওয়ারটি বিষয়টি আসানসোল পুরনিগম কতৃপক্ষ মেনে নেয়। কিন্তু বেতন বৃদ্ধির বিষয়টি উভয় পক্ষের মধ্যে আলোচনার পরেও কোন ঐক্যমতে পৌঁছানো যায়নি।
সাফাই কর্মীরা প্রতি মাসে তাদের বেতন কমপক্ষে ১৫০০০ টাকা করার দাবিতে অনড় থাকেন। কিন্তু মেয়র বিধান উপাধ্যায় বলেন, আসানসোল পুরনিগমের সাফাই কর্মীরা বর্তমানে প্রতিদিন ৩৪৭ টাকা পান। যেখানে সরকারি মজুরি ৩৪২ টাকা। এরপরেও আরো কিছুটা বাড়ানো যেতে পারে। প্রতিদিন সর্বোচ্চ ৩৯৩ টাকা দেওয়া যেতে পারে। কিন্তু, সাফাই কর্মীদের প্রতিনিধি দল তা গ্রহন করতে প্রস্তুত ছিল না। তারা বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন। আসানসোল পুরনিগম চত্বরে উপস্থিত শয়ে শয়ে সাফাই কর্মীরা পুর কতৃপক্ষের এই সিদ্ধান্তের কথা জানতে পেরে, ব্যাপক আন্দোলন শুরু করেন। তারা মেয়রের চেম্বারের বাইরে বসে পড়ে স্লোগান দিতে থাকেন।
সাফাই কর্মীদের তরফে ধীরেন বাউরি বলেন, আমরা কখনই দৈনিক ৩৯৩ টাকা বেতনে কাজ করবো না। আমাদের বেতন হতে হবে প্রতি মাসে কমপক্ষে ১৫ হাজার টাকা।
শেষ পর্যন্ত পুর কতৃপক্ষ বেতন বৃদ্ধির দাবি নিয়ে আরো ভাবনা চিন্তার করার আশ্বাস দিলে, সন্ধ্যে সাড়ে পাঁচটার পরে সাফাই কর্মীরা তাদের বিক্ষোভ তুলে নেন।