সোনার আংটির পর এবার রুপোর কয়েনের সূত্রে চুরির কিনারা
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : রিমান্ডে পাওয়া দুষ্কৃতি দের হাতের নাগালে পেয়ে দু দু দুটি চুরির কিনারা করল রানীগঞ্জ থানার পুলিশ। প্রথম দফায় সোনার আংটির সূত্র ধরে চুরি যাওয়া সকল সামগ্রী পুলিশ উদ্ধার করে, সে সময় দীপক সিংহের বাড়িতে চুরির ঘটনায় গ্রেপ্তার হয়ে প্রথম দফায় তার বাড়ি থেকে চুরি যাওয়া সকল সামগ্রী পুলিশের জিজ্ঞাসাবাদে কোথায় তারা সে সকল লুকিয়ে রেখেছিল তার হদিস দেয়। এবার সেই চুরি যাওয়া সামগ্রীর মধ্যেই এক পুরনো রুপোর কয়েনের সূত্র ধরে রানীগঞ্জ থানার ইন্সপেক্টর বিকাশ দত্তর নেতৃত্বে পুলিশের বিশেষ দল দ্বিতীয় দফায় গির্জা পাড়ার রহমত নগর এলাকার থেকে ১৭ ই নভেম্বর প্রভাস পাল এর বাড়ি থেকে বাড়ির সদস্যদের অনুপস্থিতির সুযোগে চুরির ঘটনার খবর পেয়ে সেই চুরির মধ্যেই এই রুপোর কয়েন চোরের দল চুরি করে নিয়ে গেছে সেই তথ্যের ওপর নজর রেখে ফের কুখ্যাত বাদশা খান এর কাছে লাগাতার জিজ্ঞাসাবাদ করে দ্বিতীয় দফায় চুরির ঘটনার কিনারা করতে সক্ষম হলো।
এবার পুলিশ ব্যাপক পরিমাণ সোনা রুপোর গহনা মূল্যবান ক্যামেরা মোবাইল হাতঘড়ি বিভিন্ন জায়গায় তল্লাশি করে উদ্ধার করার পর শুক্রবার সকল দুষ্কৃতীদের হাজির করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের রানীগঞ্জ থানায় এক সাংবাদিক বৈঠক করে সকল বিষয় সংবাদমাধ্যমের কাছে তুলে ধরল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস, সঙ্গে উপস্থিত হন এসিপি সেন্ট্রাল টু বিমান মৃধা, রানীগঞ্জ থানার ইন্সপেক্টর বিকাশ দত্ত ও পিসি পার্টির পুলিশ দল। জানা গেছে এই বাদশা খান এর আগে মোটরসাইকেল চুরির মাস্টারমাইন্ড ছিল এলাকার বিভিন্ন অংশে ১৪ টিরও বেশি বাইক সে চুরি করে তবে দীর্ঘদিন সেই এলাকা ছাড়া থাকলেও আবারো এলাকায় চুরির ঘটনা সে ঘটানোর পরই রানীগঞ্জ থানার পুলিশ ঘটনার অভিযোগ পাওয়ার পরই তৎপর হয়ে চুরির ঘটনার পরপর কিনারা করে পুলিশের আরও একবার সক্রিয় থাকার বিষয়টি স্পষ্ট করলো।