বাঁধনা পরবে পুলিশের বিশেষ সহায়তা
বেঙ্গল মিরর, চরন মুখার্জী, রানীগঞ্জ :আদিবাসীদের বাঁধনা পরব বা সহরায় উৎসব পালনের সময়কালেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সপ্তাহব্যাপী এই কর্মসূচির মধ্যে নানাবিধ উদ্যোগ গ্রহণ করতে দেখা গেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে। এবার সেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকেই বল্লভপুর ফাঁড়ির পুলিশ নুপুর গ্রামের আদিবাসী পাড়ার মানুষজন এদের এই প্রবল শীতের দাবদাহ থেকে অল্প একটু স্বস্তি দিতে নিলেন বিশেষ উদ্যোগ।




রবিবার বল্লভপুর ফাঁড়ির আইসি সৌমেন ব্যানার্জি এদিন প্রায় একশোরও বেশি জনজাতি সম্প্রদায়ের মানুষজন এদের হাতে শীতের কম্বল তুলে দেন। পাশাপাশি সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নেন এলাকার যুবক যুবতী থেকে শুরু করে বিশিষ্টজনেরা আদিবাসী নাচ গানে মেতে ওঠে সকলে আগত দর্শক ও বিশিষ্ট জনেদের মুহূর্তে মন জয় করে নেয় আদিবাসী শিল্পীরা। দিনের এই কর্মসূচিতে বিশেষভাবে উপস্থিত থাকতে দেখা যায় তৃণমূলের আসানসোল দক্ষিণের ব্লক সভাপতি দেবনারায়ণ দাস আদিবাসী এভান গাঁওতার সভাপতি বুবুন মান্ডি পঞ্চায়েত সমিতির সদস্য সীমা মান্ডি সুদর্শন খাঁ প্রমূখকে।