পিক আপ ভ্যানের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু, প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ
বেঙ্গল মিরর, কাজল মিত্র:- আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ইস্কো রোডের ঘটনা।প্রত্যক্ষদর্শীরা বলেন রবিবার দুপুর ১২টায় ইস্কো রোডে একটি পিক আপ ভ্যান এক মোটরবাইক কে ধাক্কা মারে।মোটরবাই চালক ব্যক্তির মৃত্যু হয়।ঘটনার প্রতিবাদে স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়।




স্থানীয়দের দাবি বেপরোয়া ভাবে যান চলাচলের জন্য এই দুর্ঘটনা ঘটেছে।তাই অবিলম্বে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ করতে হবে।খবর পেয়ে ঘটনাস্থলে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ এবং নিয়ামতপুর সাব ট্রাফিক পুলিশ পৌচ্ছায়।পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে। প্রায় আধ ঘন্টা পথ অবরোধ করা হয়। পরে মৃত ব্যক্তির দেহ ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।