খনির নিচে বেল্টে জড়িয়ে শ্রমিকের মৃত্যু, বিক্ষোভ
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, লাউদোহা : খনির নিচে কনভেয়ার বেল্টে জড়িয়ে মৃত্যু হল শ্রমিকের মৃত শ্রমিকের নাম কানাইলাল ঘোষ। । মঙ্গলবার ঘটনাটি ঘটে ইপিএলের ঝাঁঝরা এমআইসি কোলিয়ারিতে । ক্ষতিপূরণ, চাকরির দাবিতে দেহ রেখে বিক্ষোভ সহকর্মীদের ।
ইসিএলের ঝাঁঝরা এমআইসি কোলিয়ারিতে মঙ্গলবার দুর্ঘটনায় মৃত্যু হয় কানাইলাল ঘোষ (৫৪) নামে এক শ্রমিকের । অন্যান্য দিনের মতো এদিন কানাই বাবু খনির নিচে সহকর্মীদের সাথে কাজ করছিলেন । আচমকা কনভয়ের বেল্ট এর মধ্যে পড়ে যান তিনি । বেল্টে জড়িয়ে যাওয়ায় ঘটনাস্থলে মৃত্যু হয় তার । দুর্ঘটনায় তার বাঁ হাতটি বিচ্ছিন্ন হয়ে যায় শরীর থেকে ।




ঘটনাটি ঘটে এদিন বেলা ১-টা নাগাত । জানা যায় কানাই বাবু এমআইসি কোলিয়ারিতে কাজ করলেও থাকতেন শ্যামসুন্দরপুর গ্রামে । খনির নিচে থেকে দেহটি উপরে ওঠানোর পর কোলিয়ারি চত্বরে শুরু হয় বিক্ষোভ । কর্তৃপক্ষের গাফিলতিতেই এই দুর্ঘটনা বলে দাবি করেন তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠন কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের এরিয়া ইউনিট সেক্রেটারি পলাশ পান্ডে ।
তিনি বলেন সুরক্ষার ব্যাপারে গুরুত্ব দেয় না কর্তৃপক্ষ । ফলে এই কোলিয়ারিতে দুর্ঘটনায় কম করে দু’তিনজন শ্রমিকের মৃত্যু হয় প্রতিবছর । দুর্ঘটনার তদন্ত, দোষী আধিকারিকদের চিহ্নিত করে শাস্তির পাশাপাশি মৃত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে চাকরিতে নিয়োগের দাবি জানানো হবে বলে পলাশ বাবু জানান ।