PANDESWAR-ANDAL

পান্ডবেশ্বরের বিধায়কের উদ্যোগ কৃষকদের সুবিধার্থে খুললো ফারমার্স ক্লাব

বেঙ্গল মিরর, পান্ডবেশ্বর, রাজা বন্দোপাধ্যায়ঃ*  বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর উদ্যোগে পাণ্ডবেশ্বরের কৃষকদের সুবিধার্থে খোলা রয়েছে “ফারমার্স ক্লাব”। কৃষক সমবায়ের এক বছর পূর্তি উপলক্ষে “কৃষি সম্মেলন” হয়। কৃষকদের সেচ ব্যবস্থার সুবিধার্থে সৌরশক্তি চালিত তিনটি সাবমারসিবল পাম্পের উদ্বোধন করা হয়। মূলত কয়লাখনি এলাকার শুষ্ক এলাকায় সাধারণ কৃষকদের সাহায্যার্থে উদ্বুদ্ধ করতে এই ক্লাব খুলে দেওয়া হয়েছে। সমবায় ক্লাবের নামকরণ হয়েছে, পাণ্ডবেশ্বর কৃষি ক্রান্তি এফপিও মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। এই অনুষ্ঠানটি পাণ্ডবেশ্বর বিধানসভার মহাল অঞ্চলের কৃষি জমির মাঠে অনুষ্ঠিত হয়। মূলতঃ এই কৃষি সম্মেলনে বিভিন্ন কৃষকের উৎপাদিত কৃষি সামগ্রীর প্রদর্শনী করা হয় এবং পাণ্ডবেশ্বর ব্লকের বিভিন্ন এলাকার কৃষকদের সম্মাননা পত্র তুলে দেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।


এই প্রসঙ্গে বিধায়ক বলেন, পাণ্ডবেশ্বর বিধানসভা নিয়ে আমার কয়েকটি স্বপ্নের মধ্যে, ছিল এই এলাকার কৃষকদের নিয়ে ফারমার্স ক্লাবটি খোলা। আমি প্রমাণ করে দিতে চেয়েছিলাম মূলতঃ এই কয়লা অঞ্চলে কৃষি জমির ফলন হয়। পাণ্ডবেশ্বর বিধানসভার বিভিন্ন এলাকার কৃষকেরা এই সমবায় ফলে উপকৃত হয়েছেন এবং হবে।
কৃষকদের পক্ষ থেকে শেখ বাপি নামে এক কৃষক বলেন,  আমাদের স্বপ্ন পূরণ করেছেন বিধায়ক। এই সমবায় গঠনের ফলে পাণ্ডবেশ্বর বিধানসভার সামগ্রিক কৃষককুল উপকৃত হয়েছেন। প্রায় ৬০০ বিঘা জমির কৃষকেরা একত্রে উপকৃত হচ্ছেন। আমরা চাই আগামী দিনে এই সমবায় আরো উচ্চস্তরে পৌঁছাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *