কালীর পাশে শিবকে পেয়ে শিবরাত্রির প্রস্তুতি
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ :ডাকাত কালীর মন্দির নয়। এটা পুলিশ কালীর মন্দির ও শিব মন্দির। গাছ পড়ে গিয়ে মন্দির ভেঙ্গে গেলেও এলাকার মানুষের অনুরোধে নতুন করে মন্দির গড়ল পুলিশ প্রশাসন। শিবরাত্রির আগেই উদ্বোধন করা হলো শিব মন্দিরের।একসময় শোনা যেত ডাকাত দলের সর্দারেরা নাকি ডাকাতি করতে যাওয়ার আগে মা কালীর পুজো দিয়ে যেতেন। অন্যদিকে এখনো চিরাচরিত রীতি অনুযায়ী পুলিশের থানা পুলিশ ফাঁড়ি গুলিতেও মা কালীকে পূজো আরাধনা করার চল জারি আছে।




পুলিশ প্রশাসনের পক্ষ থেকে থানা গুলিতে অবস্থিত কালীপুজো গুলি বেশ ধুমধাম এর সঙ্গেই পালিত হয়ে থাকে। নিজেদের কাজের সাফল্য ও এলাকার মানুষের মঙ্গল কামনায় পুলিশ কর্মী আধিকারিকর তাদের কর্ম ক্ষেত্রে মা কালীর পুজো আরাধনা করে থাকেন। কিন্তু কোথাও কোথাও আবার মা কালীর সঙ্গে শিবের মন্দির প্রতিষ্ঠা বা নতুন করে নির্মাণের যে দিক সেই দিকটিও সামনে আসে। যেমনটা দেখা গেল রানীগঞ্জ থানার নিমচা পুলিশ হাঁড়িতে।
বহু প্রাচীন কালী মন্দিরের পাশাপাশি ভেঙে যাওয়া একটি শিব মন্দির কে আবার নতুন করে নির্মাণ করে সাধারণ মানুষের আবেদনে সাড়া দিয়ে পুলিশ শিব মন্দির প্রতিষ্ঠা করল সোমবার। রানীগঞ্জ থানার, নিমচা ফাঁড়ি,যা নিমচা ইস্ট এলাকাতে অবস্থিত হয়ে থাকলেও, 1995 সাল থেকেই সেই ফাঁড়ি জে কে নগরে স্থানান্তরিত হয়েছে, তবে সেই ফাঁড়ির যে মা কালীর পুজো ও শিব পুজো ছিল তা এখনো কিন্তু সেই পুরনো ফাঁড়ির পাশেই হয়ে আসছে। যা এদিন আরও এক দফায় সকলের সামনে উঠে এলো। সেই পুরনো ফাঁড়ি সংলগ্ন কালি মন্দিরের পাশে, গত কয়েক মাস আগে প্রাকৃতিক দুর্যোগে একটি বৃহৎ আকৃতির জোর গাছ ভেঙে পড়ে, ফলে শিব মন্দির ভেঙে যাওয়ায় সেই শিব মন্দিরে পূজো দেওয়া অসংখ্য ভক্ত, পুলিশ প্রশাসনের কাছে সেই মন্দিরকে আবার নতুনভাবে গড়ে তোলার আবেদন জানালে নিমচা ফাঁড়ির আইসি মলয় দাস শিবরাত্রির আগে ভাগেই সেই শিব মন্দির গড়ে তোলার উদ্যোগ নিয়ে সোমবার বিশেষ মুহূর্তে পুজো অর্চনা করে হোম যজ্ঞ পুজো পাঠের মধ্যে দিয়ে এলাকার অসংখ্য শিব ভক্তকে সঙ্গে নিয়ে নতুন রূপে শিব মন্দিরের উদ্বোধন করেন। এলাকার ধর্মপ্রাণ মানুষজন পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান।
এদিন শিবমন্দিরে নুতন ভাবে মন্দির গড়ে তোলার সাথেই এলাকার মানুষজনদের প্রসাদ বিতরণ করা হয়। এলাকার ধর্মপ্রাণ মানুষেরা দাবি করেন বহু জাগ্রত এই কালীমন্দির ও শিব মন্দির এখানে দীর্ঘদিন ধরে চলে আসছে। নিমচা পুলিশ ফাঁড়ি এখান থেকে চলে গেলেও নিত্য পুজো কিন্তু জারি রয়েছে এখানে। তাই বহু ভক্তদের সেই শ্রদ্ধার স্থানটি কে প্রশাসন নতুনভাবে গড়ে তোলায় খুশি সকলেই। শিবরাত্রির আগেভাগেই পুলিশ প্রশাসন এভাবে উদ্যোগ নিয়ে যে শিব মন্দিরটিকে নতুন ভাবে করে তুললেন তাতেই খুশি সকলে।