RANIGANJ-JAMURIA

জোড়া গোপাল ও অ্যান্টিক কয়েন চুরি, হলো না শেষ রক্ষা

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : ( Raniganj News Updates )   জোড়া গোপাল ও এন্টিক কয়েন চুরি করে, শেষ রক্ষা হল না। এবার নেশার কবলে পড়া দুষ্কৃতি এক গৃহস্থের বাড়ির মন্দিরে, জোড়া গোপাল ও পুরনো দিনের মূল্যবান এন্টিক কয়েন আর তার সাথেই কাঁসা-পিতলের বেশ কিছু মূল্যবান বাসনপত্র বাড়ির সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে, মন্দির থেকে চুরি করার পর, পুলিশ প্রশাসনের কড়া নজরদারিতে, বিষয়টি আসার পর পরই পুলিশের জালে ধরা হয়, চুরির ঘটনার সঙ্গে যুক্ত থাকা দাগী আসামী, বছর উনিশের রানীগঞ্জের তার বাংলা, টিকিয়া পাড়ার বাসিন্দা ইরশাদ শেখ কে।


জানা যায় নেশার খোরাক জোগাড় করার জন্য, এই ইরশাদ বারংবার ঘটাতো চুরির ঘটনা, সে বিষয়ের প্রেক্ষিতেই ধরা পড়া ইরশাদ গত ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ জেল থেকে রেহাই পাই। আর তারপরই লাগোয়া এলাকার অন্নপূর্ণা লেনে শ্রীরাম মিশ্রা, নামে এক ব্যক্তির বাড়িতে, দিনের বেলায় বাড়ির সদস্যদের অনুপস্থিতির সুযোগে বাড়ির মন্দিরে ঢুকে কয়েক মুহূর্তেই মন্দিরের মূল্যবান সামগ্রী এক বস্তা বন্দী করে, তার মধ্যে সে সমস্ত কাঁসা পেতলের দামি দামি বাসনপত্র ও তার সাথেই প্রাচীন বেশ কিছু মুদ্রা ও জোড়া গোপাল চুরি করে পালায়। ২৬ শে ফেব্রুয়ারি এই ঘটনার বিষয়ে বাড়ির সদস্যরা জানতে পেরে, দ্রুত তারা রানীগঞ্জ থানার পুলিশকে, এই চুরির ঘটনার খবর দিলে, রানীগঞ্জ থানার ইন্সপেক্টর বিকাশ দত্তর নেতৃত্বে পি সি পার্টির পুলিশ ইমদাদুল হক, আশিস মন্ডল,ও পারভেজ আলম দ্রুত ঘটনা পৌঁছে, সমস্ত ঘটনার তদন্ত শুরু করে।

পরে চারিদিকেই এই ঘটনার বিভিন্ন বিষয় খতিয়ে দেখে, এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অপরাধে পুলিশ ইরশাদ কে রানীগঞ্জের সাহেব কুঠি কালী মন্দিরের পেছনে জঙ্গল এলাকায় পাকড়াও করে। এরপরই তাকে ২৭ তারিখ আসানসোল জেলা আদালতে হাজির করলে, বিচারক তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন, আর তারপরেই পুলিশ পায় সফলতা। এরপর পুলিশ ধৃত ওই দুষ্কৃতিকে নিজেদের হেফাজতে নিয়ে, জিজ্ঞাসাবাদের পর, খোঁজ তল্লাশি করে, রবিবার পুলিশ লুকিয়ে রাখা সমস্ত চুরির সামগ্রী, রানীগঞ্জ বাজার এলাকার মাঝে অবস্থিত সুকান্ত উদ্যান লাগোয়া জঙ্গল থেকে চুরি যাওয়া সব সামগ্রী বোঝায় ওই বস্তা উদ্ধার করে। যার মধ্যে দেখা যায় অন্য সব সামগ্রী সাথেই রয়েছে বহু মূল্যবান সব এন্টিক কয়েন ও জোড়া গোপাল সহ বেশ কিছু কাঁসা-পেতলের বাসন। এবার সেই চুরির সামগ্রী উদ্ধারের পর, সোমবার পুলিশ ধৃতকে কোর্টে হাজির করে, যেখানে বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *