KULTI-BARAKAR

আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেট : চৌরঙ্গী ফাঁড়ির নতুন ভবনের উদ্বোধন

বেঙ্গল মিরর, কুলটি, কাজল মিত্র ও রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির নতুন ভবন হলো। সোমবার এক অনুষ্ঠানে ফলক উন্মোচন ও ফিতে কেটে নতুন ভবনের উদ্বোধন করেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী।
এছাড়া এদিন ফাঁড়ির নতুন ভবনের উদ্বোধনের পাশাপাশি ফাঁড়ি চত্বরে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্যতম উদ্যোগ ” উৎসর্গ” নামে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। সেই শিবিরে পুলিশ, সিভিক ভলেন্টিয়ার ও সাধারণ মানুষেরা স্বেচ্ছায় রক্তদান করেন।


পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী বলেন, এদিন কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। যেখানে পুলিশের একটি ব্যারাক, ফাঁড়ি ইনচার্জের রুম, কোয়ার্টার রয়েছে। এগুলো ফাঁড়িতে না থাকায় সমস্যা হচ্ছিলো। বিভিন্ন সিএসআর বা কর্পোরেট সোশাল রেসপনসেবলিটি প্রজেক্ট থেকে এই ভবন তৈরি করা হয়েছে। এর পাশাপাশি, এদিন এখানে রক্তদান শিবির করা হয়েছে। এই সময় রক্ত সংকট দেখা যায়। সেই রক্ত সংকট মেটাতেই আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিটি থানায় রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে বলে পুলিশ কমিশনার জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *