ছোট্ট একটা বিবাদকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও গাড়ি ভাঙচুর
বেঙ্গল মিরর, কাজল মিত্র:- ছোট্ট একটা বিবাদকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও গাড়ি ভাঙচুর কুলটির কুলতোড়া এলাকায়।জানা গিয়েছে কুলটি থানার অন্তর্গত কুলতোড়া এলাকায় ছোট্ট একটা বিবাদকে কেন্দ্র করেই দুই প্রতিবেশীর মধ্যে গন্ডগোল বাধে।অভিযোগ একপক্ষ আসানসোল থেকে লোক নিয়ে আরেক পক্ষের উপর হামলা চালায়।এরপর দুই পক্ষের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়।




আসানসোল থেকে লোক নিয়ে আসা গাড়িতে ভাঙচুর চালানো হয়।খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী পৌচ্ছায়।বাইরে থেকে আগত লোকদের পুলিশ আটক করলে তাদের কেউ ছিনিয়ে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ।পরে পুলিশ লাঠি উচিয়ে তাড়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এই ঘটনায় প্রায় ৬ জনকে আটক করেছে পুলিশ বলে খবর।