আসানসোল উত্তর থানার উদ্যোগে রক্তদান শিবির
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে “উৎসর্গ” নামে একটি প্রকল্প চলছে। এর আওতায় বিভিন্ন থানা ও ফাঁড়িতে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে । সেই মতো মঙ্গলবার আসানসোল উত্তর থানার উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিলো। থানার সামনে আয়োজিত এই শিবিরে ৬০ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছে। আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে এই রক্ত দেওয়া হয়েছে।




এই উপলক্ষে হওয়া এক অনুষ্ঠানে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) ধ্রুব দাস, এসিপি সেন্ট্রাল ১) বিশ্বজিৎ নস্কর, সার্কেল ইন্সপেক্টর বা সিআই হাবুল আচার্য, আসানসোল উত্তর থানার ওসি অমিত হালদার, কন্যাপুর ফাঁড়ি ইনচার্জ পার্থ প্রতিম চক্রবর্তী, জাহাঙ্গীর মহল্লা ফাঁড়ি ইনচার্জ শিলাদিত্য বন্দোপাধ্যায় , আসানসোল পুরনিগমের বোরো চেয়ারম্যান উৎপল সিনহা, প্রবীর ধর সহ উত্তর থানার পুলিশ অফিসার, কনস্টেবল ও সিভিক ভলেন্টিয়াররা উপস্থিত ছিলেন। সমাজকর্মী বিলাল খানের নেতৃত্বে এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল।
এই অনুষ্ঠানে ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস বলেন, পুলিশের প্রাথমিক কাজ আইনশৃঙ্খলা রক্ষা করা। তবে এর পাশাপাশি পুলিশ তার সামাজিক দায়িত্বও পালন করে। এই কারণে, বিশেষ করে গ্রীষ্মকালে রক্তের ঘাটতি পূরণের জন্য, “উৎসর্গ” নামক এই প্রকল্পটি শুরু করা হয়েছে। এদিনের শিবিরে রক্তদানকারী পুলিশ অফিসার এবং সিভিক ভলেন্টিয়ারদেরকে তিনি ধন্যবাদ জানান।এর পাশাপাশি, এদিন সাইবার জালিয়াতির শিকার হয়ে যারা টাকা খুইয়েছিলেন এমন চারজনকে প্রায় দেড় লক্ষ টাকা ফেরত দেওয়া হয়। পুলিশ আধিকারিকরা এই চারজনের হাতে চেক তুলে দেন।