রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটারের ডাঃ বিধান চন্দ্র রায়কে শ্রদ্ধাজ্ঞাপন ও বৃক্ষরোপণ কর্মসূচি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ রোটারি ইন্টারন্যাশনাল ২০২৫-২৬-এর নতুন মেয়াদ শুরু হয় ১ জুলাই মঙ্গলবার। এদিন রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটারের সভাপতি রোটারিয়ান শচীন্দ্র নাথ রায় যিনি ভারতের অন্যতম সেরা চিকিৎসক তথা বাংলার রুপকার ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিনে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।




শচীন্দ্র নাথ রায়ের একই দিনে আরেকটি কর্মসূচি ছিলো। তা হলো বিশ্ব উষ্ণায়ন মোকাবিলায় রানিসায়েরে পার্বতী ইকো পার্কে বৃক্ষরোপণ।বিশ্ব উষ্ণায়ন এখন মানবজাতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গাছপালা এর মোকাবিলার সর্বোত্তম উপায়। তাই বৃক্ষরোপণ কর্মসূচি এদিন পালন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে, উপস্থিত ছিলেন রোটারিয়ান দীপক রুদ্র, চিত্রা রুদ্র, বিআর দাশগুপ্ত, তপতি দাশগুপ্ত, অমিতাভ মুখোপাধ্যায় ও অলোকেশ সেন।