ছৌ নৃত্যের মাধ্যমে মিশন নির্মল বাংলা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা
সুডার সহযোগিতায় আসানসোল পুরনিগমের উদ্যোগ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* আসানসোল পুরনিগম বর্ষাকালে ডেঙ্গু প্রতিরোধে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার” মিশন নির্মল বাংলা ও ডেঙ্গু প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে আসানসোল পুরনিগমে প্রাঙ্গণে ঐতিহ্যবাহী ছৌ নৃত্যের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পবন চন্দ্র তেওয়ারির উপস্থাপনায় পুরুলিয়ার পল্লীবান্ধব ঝুমুর ও নাট্য গোষ্ঠীর সদস্যরা এই সচেতনতার অনুষ্ঠান করেন। সুডা বা রাজ্য নগর উনি সংস্থার সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো।













এই অনুষ্ঠানে আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, দিব্যেন্দু ভগৎ, সুব্রত অধিকারী, মানস দাস, বোরো চেয়ারম্যান উৎপল সিনহা উপস্থিত ছিলেন। ডেপুটি মেয়র বলেন, আসানসোল পুরনিগম বর্ষাকালে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে সবরকমের চেষ্টা চালাচ্ছে।
এই বছর বৃষ্টিপাত খুব বেশি হয়েছে। কয়েক মাস ধরে একটানা বৃষ্টি হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে, আসানসোল পুরনিগম জনগণকে সচেতন করার চেষ্টা করছে যাতে মানুষ ডেঙ্গু প্রতিরোধে সহযোগিতা করেন। তিনি জনগণকে অনুরোধ করেছেন যে যেখানে জল জমে আছে সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন যাতে ডেঙ্গু মশা বংশবৃদ্ধি না করে।

