নকল মুদ্রাকে ” প্রাচীন ” বলে চালিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ, অন্ডাল পুলিশের জালে বীরভূমের দুই
বেঙ্গল মিরর, অন্ডাল সার্থক কুমার দে ও রাজা বন্দোপাধ্যায়ঃ* নকল মুদ্রাকে ” প্রাচীন ” বলে গছিয়ে দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে অন্ডাল থানার পুলিশের জালে ধরা পড়লো দুই যুবক। বীরভূমের বাসিন্দা ধৃত দুজনের নাম হলো মীর আমিরুল ও শেখ আসাদুল্লাহ। বুধবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, দুই যুবক মীর আমিরুল ও শেখ আসাদুল্লাহ প্রথমে বীরভূমের সিউড়িতে ‘প্রাচীন মুদ্রা’ দেখিয়ে সাড়ে চার লক্ষ টাকার প্রতারণা করে। পরে একই কৌশলে ফের দুর্গাপুরের উখড়া এলাকায় এক ব্যক্তির কাছ থেকেও টাকা হাতানোর চেষ্টা চালায় তারা। খবর পেয়ে অভিযান চালিয়ে অন্ডাল থানার পুলিশ বুধবার রাতে তাদেরকে গ্রেফতার করে। বৃহস্পতিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন নাকচ করে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।













প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, মাটির তলা থেকে পাওয়া ঐ ‘মুদ্রা’ আসলে নকল। সেই নকল মুদ্রাকেই আসল বলে চালিয়ে এত বড় অঙ্কের টাকা হাতানোর দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল এই চক্র। পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করেছে একাধিক নকল মুদ্রা ও প্রতারণার সঙ্গে যুক্ত প্রমাণ। এই প্রতারণা চক্রের পেছনে আর কেউ আছে কি না, তা খতিয়ে দেখছে অন্ডাল থানার পুলিশ।পুলিশের এক আধিকারিক বলেন, ধৃতদেরকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদেরকে জেরা করা হচ্ছে।

