আসানসোলে অবস্থান বিক্ষোভে পিএইচই ঠিকাদারেরা,কোটি -কোটি টাকা বকেয়া
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* বেশ কিছুদিন ধরে পানীয়জল সরবরাহকারী পিএইচই বা রাজ্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ঠিকাদাররা তাদের বকেয়ার দাবিতে সরব হয়েছেন। এর আগে তারা বেশ কয়েকবার পিএইচই অফিসে বিক্ষোভও দেখিয়েছেন। বকেয়া নিয়ে ইঞ্জিনিয়ার সহ প্রশাসনের আধিকারিকদের দ্বারস্থ হয়েছিলেন ঠিকাদারেরা। কিন্তু এখনো পর্যন্ত তারা তাদের বকেয়া টাকা পাননি। শেষ পর্যন্ত মঙ্গলবার সকালে ঠিকাদারেরা তাদের বকেয়া আদায়ের দাবিতে আসানসোলে বিএনএর মোড়ের অদূরে রবীন্দ্র ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান বসেন। তাদের প্রত্যেকের হাতে দাবি লেখা ব্যানার ছিলো। ঠিকাদারদের সঙ্গে ছিলেন তাদের অধীনে কাজ করা কর্মীরা।













পিএইচই কনট্রাকটর্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের ( আরসিএফএ ডব্লু /এস সার্কেল আসানসোল) তরফে আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে এই শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিলো ।এদিন অবস্থানে থাকা ঠিকাদাররা দাবি করেছেন, ২০২২ সালের উপনির্বাচন ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের টাকা তাদের বকেয়া রয়েছে। বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে। কিন্তু তাদের বকেয়া এখনও পরিশোধ করা হয়নি। তারা জানিয়েছেন যে এক একজন ঠিকাদারদের কোটি কোটি টাকা পাওনা রয়েছে। সবমিলিয়ে কয়েকশো কোটি টাকা টাকা হবে।
এই প্রসঙ্গে, ঠিকাদার মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় বলেন, টাকার অভাবে অনেক ঠিকাদার অস্তিত্ব সংকটের মুখোমুখি হচ্ছেন। অনেকের তো আত্মহত্যা করার মতো পরিস্থিতি হয়েছে। সবমিলিয়ে বলতে গেলে ঠিকাদাররা আর্থিক সংকটের সাথে লড়াই করছেন। এর কারণে তারা তাদের কর্মীদের বেতন দিতে পারছেন না। আগামী দিনে বেতন দেওয়া পুরোপুরি বন্ধ করে দিতে হবে। তিনি বলেন, কোন ঠিকাদার নিজে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। কারোর স্ত্রী ক্যান্সারে আক্রান্ত। তারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। যদি এই রকম চলতে থাকে, তাহলে এই ঠিকাদাররা আর জল সরবরাহ করতে পারবেন না। যার ফলে আসানসোল এলাকায় তীব্র জল সংকট তৈরি হবে। এটি কোনও প্রাকৃতিক কারণ হবে না। এটা সম্পূর্ণরূপে মনুষ্যসৃষ্ট হবে। তিনি বলেন, সরকার আমাদেরকে দিয়ে কাজ করিয়ে নিয়ে পথে বসিয়েছে। কর্মীদের প্রসঙ্গে তার বক্তব্য, আমরা বেতন দিতে পারবো না। বেতন না নিয়ে তারা যদি, কাজ করে, তাহলে আমাদের কোন আপত্তি নেই। এদিন ঠিকাদারদের অবস্থান বিক্ষোভ সকাল এগারোটা থেকে শুরু হয়ে দুপুর দুটো পর্যন্ত চলে।

