দুর্গাপুরে এসআইআর শুরুর দিনই বিতর্ক, বিএলওর সঙ্গে শাসক দলের ওয়ার্ড সভাপতি, আক্রমণ বিজেপির
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* বিএলও বা বুথ লেভেল অফিসারের সাথে ঘুরছেন তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি। মঙ্গলবার এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার প্রথম দিন ইনুমারেশন ফর্ম বিলি করার সময় ধরা পড়লো এমন ছবি। এভাবেই ভয় দেখাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতারা বিএলওদেরকে বলে কটাক্ষ করেছে বিজেপি। বিরোধী দলের এই কটাক্ষের পাল্টা সাফাই ও জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। এমন ঘটনা মঙ্গলবার সকালে দুর্গাপুর নগর নিগমের ২৫ নম্বর ওয়ার্ডের ফুলঝোড় ১০০ নং বুথে।এদিন সকালে দুর্গাপুর নগর নিগমের ২৫ নং ওয়ার্ডের ফুলঝোড় ১০০ নং বুথে বিএলও রিঙ্কু পোদ্দার বিএলএ মানস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বাড়ি বাড়ি ইনুমেরেশন ফর্ম দেওয়ার কাজে বেরোন।













বিতর্ক শুরু হলো আচমকা ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পা রায় এই দলে যোগ দিয়ে বাড়ি বাড়ি ভোটার লিস্ট নিয়ে ভোটারের সাথে কথা বলাকে কেন্দ্র করে। কেন তৃণমূল নেতা নির্বাচন কমিশনের দলে? এই প্রশ্ন তুলে সরব বিরোধীরা। এই ব্যাপারে কিছুই জানতেন না, বলেন বিএলও রিঙ্কু পোদ্দার। তিনি বলেন, প্রথম দিন কোন সমস্যা হয়নি। সব ঠিক আছে। একই সাফাই বিএলএ ২ মানস বন্দ্যোপাধ্যায়ের। পরে নিজের দোষ স্বীকার করে ঐ দলের সঙ্গ ছাড়েন তৃণমূলের ২৫ নম্বর ওয়ার্ডের সভাপতি বাপ্পা রায়।
তিনি বলেন, আমি ঐ দলের সঙ্গে যাইনি। নির্বাচন কমিশনের দেওয়া বিএলএর কাগজ ব্লক অফিস থেকে আসতে দেরী করে। ততক্ষণে বিএলএ বিএলওর সঙ্গে বেরিয়ে যান। তাই পরে খোঁজ নিয়ে তাকে এই কাগজ দিতে এসেছিলাম। এই নিয়ে কটাক্ষ করে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই বলেন, নির্বাচন কমিশন জানিয়েছিল স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিএলএ বা বুথ লেভেল এজেন্ট হিসেবে থাকতে পারে। কিন্তু তৃণমূল নেতা কেন গেলেন ঐ দলের সঙ্গে? ভয় দেখাতে গিয়েছিলেন বলে দাবি বিজেপি বিধায়কের। সব মিলিয়ে এসআইআর শুরুর প্রথম দিনেই বিতর্ক দুর্গাপুরে।

