ASANSOLHealthNews

আসানসোল পৌরনিগমের ডেঙ্গু বিজয় অভিযান

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এর নির্দেশে আসানসোল(ASANSOL)পৌরনিগমের
বিভিন্ন বোরো এলাকায় ডেঙ্গু বিজয় অভিযান শুরু করা হল। সারা রাজ্যের সঙ্গে পশ্চিম বর্ধমানের জেলা সদর আসানসোলে এদিন ডেঙ্গু বিজয় অভিযান চালানো হয়। রবিবার সকালে আসানসোল কর্পোরেশন থেকে একটি ট্যাবলো বের হয়। আসানসোল কর্পোরেশন চত্বরে বেশ কিছুক্ষণ বক্তব্য রাখেন আসানসোলের করপোরেশনের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র পারিষদ লক্ষণ ঠাকুর, অফিস সুপারিনটেনডেন্ট বীরেন্দ্রনাথ অধিকারী, সলিড ওয়েস্ট ইনচার্জ আবু জফফর খান প্রমুখ। এদিনের বক্তব্যে মূলত আলোকপাত করা হয় বিভিন্ন বিষয়ের ওপর যেমন ডেঙ্গু কিভাবে ছড়ায় এবং সাধারণ মানুষকে কিভাবে বাঁচতে হবে । এরই সঙ্গে এই দিন ডেঙ্গু সচেতনতামূলক বক্তৃতা দেওয়া হয়। উপস্থিত ছিলেন অফিসের সমস্ত কর্মীসহ আধিকারিক এবং সাফাই কর্মীরা। রবিবার ডেঙ্গু বিজয় অভিযানে উপস্থিত ছিলেন আসানসোল পৌরসভার গুরুত্বপূর্ণ আধিকারিকরা ছাড়াও আইসিডিএস কর্মীরা। বিভিন্ন এলাকায় বিভিন্ন মানুষকে ডেঙ্গুর বিষয়ে সজাগ করা ও সচেতনতা বৃদ্ধি করার জন্য এই অভিযান সেটি আইসিডিএস কর্মীদের পক্ষ থেকে বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *