ডেঙ্গু বিজয় অভিযান কুলটিতে
বেঙ্গল মিরর, প্রকাশ দাস, সীতারামপুর: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এর নির্দেশে
বিভিন্ন বোরো এলাকায় ডেঙ্গু বিজয় অভিযান শুরু করা হয়। রাজ্যের সাথে সাথে এই দিন কুলটিতে ও এদিন ডেঙ্গু বিজয় অভিযান চালানো হয়। এই অভিযান রেলি শুরু হয় কুলটি বোরো অফিস থেকে পুরো নিয়ামাৎপুর বাজার হয় নিয়ামাৎপুর নিউ রোড গিয়ে শেষ হয়। সেখানে বেশ কিছুক্ষণ বক্তব্য রাখেন আসানসোলের ডেপুটি মেয়র তাবাসসুম আরা। বক্তব্যে এদিন তুলে ধরেন ডেঙ্গু কিভাবে ছড়ায় এবং কি করে বাঁচতে হবে সাধারণ মানুষকে। এই দিনেও সচেতনতামূলক বক্তৃতা দেন। এই রেলিতে উপস্থিত ছিলেন কুলটি বোরো অফিসের সমস্ত কর্মীসহ আধিকারিক এবং সাফাই কর্মীরা। রবিবার ডেঙ্গু বিজয় অভিযানে উপস্থিত ছিলেন আসানসোল পৌরসভার ডেপুটি মেয়র তাবাসুম আরা, সঞ্জয় নুনিয়া এবং আধিকারিকরা। এ দিনের অভিযানে উপস্থিত আইসিডিএস কর্মীরা, আইসিডিএস কর্মীর বক্তব্য বিভিন্ন এলাকায় বিভিন্ন মানুষকে ডেঙ্গুর বিষয়ে সজাগ করা ও সচেতনতা বৃদ্ধি করার জন্য এই অভিযান।