ASANSOLBengali NewsKULTI-BARAKARNewsWest Bengal

কোজাগরী লক্ষ্মীপূজায় ‘অন্য লক্ষ্মীপুজো সীতারামপুরে

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত, সীতারামপুর: কোজাগরী লক্ষ্মীপূজায় ‘অন্য লক্ষ্মীপুজো সীতারামপুরে ৷
কারোর বয়স মাত্র তিন মাস কেউ বা সবে চার বছরে পা দিয়েছে ৷ সীতারামপুরের লছিপুরে এইরকম মোট দশ জন দুঃস্থ কন্যাসন্তানকে ‘”সীতারামপুর উইমেন” গ্রুপের তরফ থেকে আজ লক্ষ্মীপুজোর দিন নতুন জামা-প্যান্ট উপহার তুলে দেওয়া হল ৷

আজকের এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ইষ্টার্ণ রেলওয়ে হায়ার সেকেণ্ডারী স্কুলের শিক্ষক এবং সমাজসেবী বিশ্বনাথ মিত্র বলেন, এই অঞ্চলের মহিলাদের মানোন্নয়নের জন্য আমেরিকার ফেয়ারফ্যাক্স শহরের প্রবাসী ভারতীয় দেবযানী সরকারের উদ্যোগে সম্প্রতি গড়ে উঠেছে সীতারামপুর উইমেন নামে একটি অনলাইন গ্রুপ ৷ দেবাযানীদেবীর প্রদেয় অর্থ থেকেই এইসব দুধের কন্যাসন্তানদের মুখে হাসি ফোটানো হল ৷

এদের মা-বাবাদের অবস্থা ভাল নয় ৷ অধিকাংশই দিনমজুর বা লোকের বাড়ি বাড়ি ফাইফরমাশ খাটেন ৷
এদিকে আমেরিকা থেকে দেবযানী সরকার ফোনে জানালেন, ভবিষতে এখানকার মহিলাদের সামাজিকভাবে উন্নতির জন্য আমাদের অনেক পরিকল্পনা আছে ৷ তার আগে লক্ষ্মীপুজোর দিন ঘরের ক্ষুদে লক্ষ্মীদের জন্য কিছু করতে পেরে ভাল লাগছে ৷


লক্ষ্মীপুজোয় দিন নতুন জামা প্যান্ট পেয়ে নয়না, সুনেনা, প্রাপ্তির মত কচিমুখগুলি অব্যক্ত খুশীতে ভরপুর ছিল ৷
আজকের এই পোষাক বিতরণে বিশ্বনাথবাবু ছাড়াও উপস্থিত ছিলেন পিন্টু সাহা, গৌতম বিশ্বাস প্রমুখ ব্যক্তিরা ৷ সবশেষে সবাইকে বিজয়ার মিষ্টি বিতরণ করা হয় ৷

Leave a Reply