ASANSOLASANSOL-BURNPURBARABANI-SALANPUR-CHITTARANJANBengali News

বার্ণপুর ও বারাবনিতে পৃথক ঘটনায় আগুনে পুড়ে দুজনের মৃত্যু

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৭ নভেম্বরঃ আসানসোলের বার্ণপুর ও বারাবনিতে দুটি পৃথক ঘটনায় আগুনে পুড়ে মৃত্যু হলো এক বৃদ্ধা সহ দুজনের। ঘটনা দুটি ঘটে শুক্রবার। মৃতরা হলো হিরাপুর থানার বার্ণপুরের সাঁতা ডাঙ্গার বাতিসা দেবী (৭৫) ও বারাবনি থানার ছটিকোড়া গ্রামের মামনি গরাই (২২)। শনিবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে দুজনের মৃতদেহর ময়নাতদন্ত হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বাড়িতে উনুনে রান্না করছিলেন বাতিসা দেবী। আচমকাই তার গায়ে আগুন লেগে যায়। তার চিৎকারে বাড়ির লোকেরা দৌড়ে আসেন। তারা আগুন নিভিয়ে অগ্নিদগ্ধ অবস্থায় বৃদ্ধাকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করেন। শনিবার সকালে সেখানে তার মৃত্যু হয়।


অন্যদিকে, শুক্রবার রাতে বাড়িতে গায়ে আগুন লেগে পুড়ে মৃত্যু হয় মামনি গরাইয়ের।
দুটি ঘটনার ক্ষেত্রে দুই থানার পুলিশ জানায় দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। কোন অভিযোগ দায়ের হয়নি।

Leave a Reply