Bengali NewsLatestNewsWest Bengal

চলে গেলেন ফেলুদা

বেঙ্গল মিরর, কোলকাতা: দীর্ঘ ৪০ দিনের লড়াই শেষ । চলে গেলেন ফেলুদা । বাংলা চলচ্চিত্রে যুগাবসান । প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় । রবিবার দুপুর ১২ টা ১৫ মিনিট নাগাদ বেলভিউ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর । বেলভিউ হাসপাতালে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । হাসপাতালে রয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও প্রশাসনের অন্য শীর্ষ কর্তারা । করােনায় আক্রান্ত হয়েছিলেন সৌমিত্রবাবু । তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয় ।

একাধিক কোমবিডিটি ছিল তার । হাসপাতালে ভর্তির পর প্রথম দুদিন ভাল ছিলেন সৌমিত্রবাবু । তারপর থেকেই তার শরীর খারাপ হতে শুরু করে । অবস্থার অবনতি হওয়ার পরই তাকে আইটিইউতে স্থানান্তর করা হয় । অক্সিজেন স্যাচুরেশনে সমস্যা হচ্ছিল প্রবীণ অভিনেতার । মাঝে জানা যায় তার মূত্র নালিতে সংক্রমণ ছড়িয়েছে । গত কয়েকদিন চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না বর্ষীয়ান অভিনেতা । তাকে ভেন্টিলেশনেও দেওয়া হয় । মস্তিষ্কে স্নায়ুর সমস্যাও দেখা দেয় । শেষপর্যন্ত জীবন যুদ্ধে হার মানলেন সৌমিত্রবাবু ।

Leave a Reply