ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANLatest

সাধারণ ধর্মঘটের সমর্থনে মিছিল

বেঙ্গল মিরর, আসানসোল: সাধারণ ধর্মঘটের সমর্থনে মিছিল । 26 শে নভেম্বর দেশের দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের আহবানে কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী নীতির প্রতিবাদে সারা ভারত সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত শ্রমিক স্বার্থবিরোধী শ্রম আইন সংশোধন সরকারি ও রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে সর্বাত্মক বেসরকারিকরণ এবং কৃষক বিরোধী কৃষি আইন প্রতিরোধ সহ জনবিরোধী নীতির বিরুদ্ধে AIUTUC সহ দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও স্বতন্ত্র জাতীয় ফেডারেশন গুলির ডাকে 26 নভেম্বর২০২০ সারা ভারত সাধারণ ধর্মঘট সফল করার আহ্বান জানিয়ে আজ আসানসোলের জিটি রোডে SUCI (COMMUNIST) পার্টির শ্রমিক সংগঠন AIUTUC এর পক্ষ থেকে মিছিল করা হয়।

সমস্ত স্তরের মানুষ এই মিছিলে যোগদান করেন এবং ধর্মঘটকে সমর্থন জানান। গির্জা মোড় থেকে শুরু হয় স্টেশন রোড হয়ে মিছিলটি পুনরায় গির্জা মোড়ে এসে শেষ হয়। এই মিছিলের নেতৃত্ব দেন পশ্চিম বর্ধমান জেলার বিশিষ্ট ট্রেড ইউনিয়ন নেতা অমর চৌধুরী। তিনি বলেন, কেন্দ্রে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই শ্রমিক স্বার্থবিরোধী কৃষক স্বার্থবিরোধী জনস্বার্থ বিরোধী পদক্ষেপ একের পর এক গ্রহণ করছে এবং কার্যকরী করছে। করণা সংক্রমণ জনিত অস্বাভাবিক পরিস্থিতির সুযোগ নিয়ে রেল প্রতিরক্ষা শহর অন্যান্য সরকারি বিভাগ এবং ব্যাংক-বীমা বিদ্যুৎ ইস্পাত টেলিকম কয়লা সহ রাষ্ট্রায়াত্ত ক্ষেত্রে শিল্পগুলিকে বেসরকারিকরণের সিদ্ধান্ত কার্যকরী করছে

কেন্দ্রীয় সরকার জনমতকে উপেক্ষা করে। ইতিমধ্যেই দেশের ছটি বিমানবন্দর আদানী গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে এবং ১০৯ টি রুটে ১৫১ জোড়া ট্রেন বেসরকারি মালিকদের হাতে তুলে দেওয়ার জন্য টেন্ডার আহ্বান করেছে। ফলে, রেল হবে পুঁজিপতিদের মুনাফা লাভের মৃত ক্ষেত্র। তাই শ্রমিক কৃষক সাধারণ মানুষ এর ঐক্যবদ্ধ প্রতিরোধে ও গণআন্দোলন তীব্র থেকে তীব্রতর গড়ে তুলে একমাত্র এই নীতির প্রতিরোধ করা যাবে। তাই এই ধর্মঘট কে আমরা সমর্থন করছি এবং সমস্ত শ্রমজীবি মানুষের কাছে এই ধর্মঘট সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানাচ্ছি।

CITU র পক্ষ থেকে মিছিল

বারাবনি CITU র পক্ষ থেকে বারাবনি দমানি বাজারে আজ একটি মিছিল বার করা হয় দশটি শ্রমিক সংগঠন মিলে বন্ধের হাত বাড়িয়ে দিয়েছে 7 দফা দাবি আজকে দোমোহানী বাজারে মানুষকে বোঝানো হয় যে আপনারা 26 শে নভেম্বর সততার সঙ্গে বন্ধ রাখুন কারণ জিনিসপত্রের যে হারে দিনকে দিন বেড়েই যাচ্ছে এবং কেন্দ্র সরকার বিভিন্ন জিনিস বিক্রি করে চলেছে উপস্থিত ছিলেন অসীম ব্যানার্জি দীপক শর্মা তপন দাস CITU র নেতা গোবিন্দ ব্যানার্জি আর শান্তিরাম। বারাবনি থেকে মনোজ শর্মা রিপোর্ট

Leave a Reply