মন্ত্রী – সিপির নির্দেশের পর জমি মাফিয়াদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা, এলাকায় চাঞ্চল্য
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক ও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার অজয় কুমার ঠাকুর জমি মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই আসানসোল উত্তর থানা পুলিশ তৎপর হয়। উত্তর থানার অফিসার ইনচার্জ মনোজিৎ ধারার নেতৃত্বে কন্যাপুর পুলিশ ফাঁড়ি ও বিএলআরও দপ্তরের একটি যৌথ টিম মরিচকোটা গ্রাম কালী মন্দিরের কাছে অভিযান চালায়। সেখানে অবৈধভাবে কৃষকদের জমি ভরাটের অভিযোগে পোকল্যান্ড মেশিনসহ ৫ টি ট্রাক্টর বাজেয়াপ্ত করা হয়।
কালীপাহারীতে ভূমি মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কিছু ডাম্পার বাজেয়াপ্ত করা হয়েছে। শোনা যাচ্ছে , মরিচকোটার কাছে জমি সমতলকরণের কাজ উত্তর থানা এলাকার আওতাধীন রেলপার এলাকার এক জমি ব্যবসায়ীর তত্ত্বাবধানে চলছিল। এটিও শোনা যাচ্ছে, যে ওই ব্যবসায়ী সিবিআইয়ের নিশানাতেও রয়েছেন। অবৈধ কয়লা ব্যবসা বন্ধের পরে মাফিয়ারা এখন জমির ব্যবসার কাজ করছে। গ্রামবাসীদের উপর চাপ দিয়ে তারা জলের দাম জমি কিনে কোটি কোটি টাকায় তা বিক্রি করেছে। পুলিশ ও জেলা প্রশাসন উক্ত ভূমি মাফিয়ার সম্পত্তি নিয়ে তদন্ত শুরু করেছে বলে সূত্রের খবর। এমনকি ওই স্থানে একটি “জোড়” (ছোট নদী) ছিল, সেটি পর্যন্ত ভরাট করা হয়েছে বলে সূত্রের খবর।