BARABANI-SALANPUR-CHITTARANJANBengali News

শিক্ষকের অভাবে বন্ধ হয়েছে উচ্চ মাধ্যমিক বিভাগ, পূনরায় চালু করতে বিক্ষোভ

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-দেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডিভিসির দ্বারা পরিচালিত হয়ে থাকে ডিভিসি লেফট ব্যাংক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।এই বিদ্যালয়ে মধ্যে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক না থানায় বিগত দুই বছর ধরে বন্ধ হয়েছে উচ্চ মাধ্যমিক বিভাগ। প্রচুর সমস্যার মধ্যে রয়েছে এই অঞ্চলের পড়ুয়ারা,বলা যেতেই পারে এই অঞ্চলের মধ্যে এক মাত্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হচ্ছে ডিভিসি লেফট ব্যাংক স্কুল। যেখানে প্রচুর গরীব পরিবারের ছাত্রছাত্রীরা পড়াশোনা করেন। কিন্তু প্রায় দুই বছর ধরে শিক্ষক না থাকায় বন্ধ হয়ে পড়ে উচ্চ মাধ্যমিক বিভাগের ভর্তি তাছাড়া এই বিদ্যালয়ে রাজ্য সরকারের কোনো সুবিধা ছাত্রছাত্রীরা পায় না বলে জানা যায়।এই সব কিছু বিষয় নিয়ে আজ এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জে.হালদারের হাতে একটি লিখিত স্বারকলিপি তুলেদেন দেন্দুয়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেস।তারা প্রধান শিক্ষকের কাছে দাবি রাখেন যেকোনো উপায়ে উচ্চ মাধ্যমিক বিভাগ চালু করা এবং যেসমস্ত সরকারী প্রকল্প ছাত্রছাত্রীরা পাচ্ছে না তার ব্যাবস্থা করা।


এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা মনোজ তেওয়ারী বলেন দেন্দুয়া অঞ্চলের উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটা যেটা ডিভিসি দ্বারা পরিচালিত,কিন্তু বিগত দু বছর ধরে উচ্চ মাধ্যমিক বিভাগ বন্ধ করে দেওয়ার ফলে প্রচুর সমস্যার সৃষ্টি হয়েছে।এই স্কুলে ডিভিসিতে কর্মরত ব্যক্তিদের বাচ্চাদের থেকে এই অঞ্চলের গরীব শিশুরা বেশি পড়ে।তাই আজ তাদের পড়াশোনা প্রায় বন্ধ হয়ে পড়েছে।এই বিশেষ আমরা লিখত রূপে শিক্ষা দপ্তর থেকে শুরু করে ডিভিসি কর্তৃপক্ষকে জানিয়েছি আগামী দিনে স্কুলের প্রতি যদি ডিভিসি ধ্যান না দিলে তবে আমাদের বিধায়ক বিধান উপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো।


তাছাড়া এই স্কুলে পড়ুয়ারা রাজ্য সরকারের প্রতি সুবিধা থেকেও বঞ্চিত রয়েছে এই বিষয়ে লিখত ভাবে ডেপুটেশন দেওয়া হয়েছে বিদ্যালয় থেকে শুরু করে উচ্চ আধিকারিকদের।এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জে. হালদার বলেন যে এই বিদ্যালয়টি ডিভিসির দ্বারা পরিচালিত তাই রাজ্য সরকারের দেওয়া কোনো সুবিধা তারা নিতে পারেন না,তাছাড়া যদি সরকার নিজ উদ্যোগ নিয়ে দিতে চান তবে তাদের কোনো অসুবিধা নেই।


আর উচ্চ মাধ্যমিক বিভাগ বন্ধ করার পিছনে একটাই কারণ হলো বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণে শিক্ষকনেয়।কোনো রকমে স্কুল চলছে।তিনি জানান যদি ডিভিসি শিক্ষক নিয়োগ করেন তবে তারা পূনরায় উচ্চ মাধ্যমিক বিভাগের ভর্তি চালু করে দেবেন,তাছাড়া তিনি আরো বলেন এই ডেপুটেশন প্রসঙ্গে তিনি ডিভিসির সমস্ত উচ্চ আধিকারিকদের জানাবেন।
এইদিন উপস্থিত ছিলেন দেন্দুয়া পঞ্চায়েতের উপ প্রধান রঞ্জন দত্ত সহ তৃণমূল কংগ্রেস নেতা মবিন খান,রামচন্দ্র সাউ,কল্যাণ ঘোষাল প্রকাশ তেওয়ারী,সোনি সিং সহ আরো অনেকে।