ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

বেআইনি পাথর খাদানে অভিযান ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- শুক্রবার সকাল থেকেই সালানপুর ব্লকের বেআইনি পাথর খাদান গুলিতে অভিযান চালাল ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর।সূত্র অনুসারে জানাগেছে সালানপুর ব্লকের জিৎপুর উত্তরামপুর পঞ্চায়েতের জিৎপুর ও দেন্দুয়া পঞ্চায়েতের মহেশপুরে চলছিল অবৈধভাবে
যে সকল খাদান গুলি চলছিল সেই খাদান গুলির কোনটিতেই সরকারের অনুমোদিত কোন বৈধ কাগজ পত্র ছিলনা

।যার অভিযোগ পেয়েই ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর সালানপুর পুলিশের কাছে এফ আই আর দায়ের করল। ২৩ ডিসেম্বর পুলিশের কাছে অভিযোগ জানিয়ে তার লিখিত কপি পাঠিয়ে দেওয়া হয়েছে পশ্চিম বর্ধমান জেলাশাসক , অতিরিক্ত জেলা শাসক এবং জেলা ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক , আসানসোল মহকুমা শাসক , সালানপুর বিডিও’র কাছে ।

সম্পূর্ণ অবৈধ ভাবে চলা এইসব পাথর খাদান বন্ধ করার জন্য পুলিশকে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে । এইসব পাথর খাদানগুলির কাছে কোন রকম বৈধ কাগজপত্র নেই বলে সালানপুর ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের দপ্তর জানতে পেরেছে । সালানপুর পুলিশ এ বিষয়ে অত্যন্ত কড়া ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে ।