খুড়তুতো দাদুর বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, পানাগড়: ( Asansol Durgapur news today )খুড়তুতো দাদুর বিরুদ্ধে এক নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল দুর্গাপুরের কাঁকসার পানাগড়ে এলাকায়। কাঁকসা থানার পুলিশ নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত আব্দুল রহিম নামের ব্যক্তি কে গ্রেপ্তার করে শনিবারই তাকে তোলা হলো আদালতে।
এবার সম্পর্কের নাতনিকে নিজের লালসার শিকার করল খুড়তুতো দাদু। ঘটনা প্রসঙ্গে জানা যায় নিজের মায়ের কাকু, সম্পর্কে খুড়তুতো দাদু প্রায়শই আদর করে টিভিতে কার্টুন দেখানোর নাম করে মাঝেই মাঝেই নিজের বাড়িতে নিয়ে নাবালিকা মেয়েটিকে, প্রথমে বিষয়টি নিয়ে কারোর কিছু সন্দেহ না হলেও গত কুড়ি তারিখ সেই নাবালিকা মেয়ে টি বাড়ি পৌঁছে তার মা কে পেটে যন্ত্রণার কথা জানালে, মেয়েটিঃ অল্প একটু ইতস্তত করে শেষমেষ সমস্ত ভয় কাটিয়ে খুড়তুতো দাদুর কীর্তি, ও তার সঙ্গে অসভ্য আচরণের কথা জানিয়ে দেয় সে, মেয়ের মুখে সমস্ত কথা জানতে পেরে হতচকিত হয়ে পড়ে মেয়ের মা।
মহিলার দাবি তার মেয়ের সাথে সাথে অসভ্য আচরণ করেছে তার কাকু, এর আগেও দু বার একই ঘটনা ঘটেছিল, কিন্তু মেয়েটিকে অভিযুক্ত ব্যাক্তি ভয় দেখিয়ে হুমকি দিয়ে বলে যদি এ সব কথা সে ঘরে বলে দেয় তাহলে তাকে তো বটেই তার সাথে তার মা কেও খুন করে দেওয়া হবে এমনই অভিযোগ করে নিজেরই কাকার বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন ওই মহিলা। মহিলার দাবি গত কুড়ি এপ্রিল দুপুরে তার মেয়ে যন্ত্রনা আর চেপে রাখতে না পেরে সব কথা বলে দেয় ।
শুক্রবার দুর্গাপুরের কাঁকসার গ্রাম পানাগড় পাঠান পাড়ার এই ঘটনায় পুলিশ অভিযুক্ত ওই ব্যাক্তিকে নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে গ্রেপ্তার করে । শুক্রবার রাতেই নাবালিকা ঐ মেয়ের মেডিকেল টেস্টের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে কাঁকসা থানার পুলিশ তাকে নিয়ে যান , বছর পঞ্চাশের আব্দুর রহিম নামের ওই ব্যক্তিকে অভিযোগ দায়েরের পর গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবারে এই ঘটনায় কাঁকসার পাঠান পাড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নাবালিকা ওই মেয়ের মা ও পরিবারের সদস্যরা অভিযুক্ত ওই ব্যাক্তির দৃষ্টিন্তমূলক শাস্তির দাবী জানিয়েছে।