ADPC : রাহুল দেব, মইনুল হলেন ওসি
বেঙ্গল মিরর,আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ওসি হলেন রাহুল দেব, মইনুল হক। আসানসোল, দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তিন সাব-ইন্সপেক্টরের বদলির নির্দেশ জারি করা হয়েছে, যার মধ্যে রাহুল দেব মণ্ডল এবং মাইনুল হককে পদোন্নতি দেওয়া হয়েছে। তাদের থানায় অফিসার ইনচার্জ হিসেবে নিয়োগ করা হয়েছে। পাঞ্জাবি মোড় ফাড়ি থেকে উৎপল ঘোষালকে দুর্গাপুর সিটি সেন্টার ফাড়ির ইনচার্জ করা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি রাহুল দেব মণ্ডলকে রূপনারায়ণপুর থেকে ডিডিতে পাঠানো হয়েছিল।