BARABANI-SALANPUR-CHITTARANJAN

ইসিএলের বেসরকারি নিরাপত্তা কর্মীদের তৃণমূলের ঝান্ডা নিয়ে বিক্ষোভ

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সালানপুর এরিয়ার ই সি এলের বেসরকারি নিরাপত্তা কর্মীরা সমস্ত কয়লা খনির কাজ বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করে ।এদিন নিরাপত্তা কর্মীরা প্রায় ঘন্টা খানেক কয়লা উৎপাদন এর কাজ বন্ধ করে দেয় ফলে অনেকটাই ক্ষতির মুখে পড়তে হয়।একই সাথে কয়লা ট্রান্সপোর্ট এর পরিবহন বাবস্থাও বন্ধ করে দেয়।


সালানপুর এরিয়ায় মোট ছয়টি কয়লা খনি রয়েছে এদিন সকাল থেকে ছয়টি কয়লা খনি সহ এরিয়া অফিসের সমস্ত কাজ বন্ধ করে তৃণমূল কংগ্রেসের ঝাণ্ডার নিয়ে বিক্ষোভে সামিল হয় তারা।তারা অভিযোগ করেন দীর্ঘ ২৫বছরের বেশি সময় ধরে তারা কয়লা খনিতে নিরাপত্তার কাজ করে চলেছেন।এখন ইসিএল বলছে তাদের বেসরকারি নিরাপত্তা রক্ষীর প্রয়োজন নেই।১৭৩জন নিরাপত্তারক্ষী ও তাদের পরিবারের কথা ইসিএল ভাবছে না।তবে এখন আমরা কি করবে কোথায় যাবে।তাই অবিলম্বে আমাদের পুনর্বহাল করতে হবে।না হলে এই আন্দোলন আরো বৃহত্তম হবে।


এদিন জেনারেল ম্যানেজার জানান যেসকল প্রাইভেট নিরাপত্তা রক্ষী রয়েছে তাদের হেড কোয়ার্টার থেকে কন্টাক্ট চুয়েল কাজে রাখা হয় ।তাই তাদের কাজ এখন শেষ হয়ে গেছে ।আবার যদি বাড়ানো যায় পরে তাদের রাখা হবে ।সালানপুর ব্লকের যেসকল মাইন্স রয়েছে সব জায়গাতেই এই ধরেনর নিরাপত্তা রক্ষী রয়েছে ।তবে তাদের বুঝিয়ে মাইন্স চালু করা হয়েছে যদিও ট্রান্সপোর্ট বন্ধ রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *