স্পন্দন এবার শাস্ত্রীয় সংগীতে ওয়ার্ল্ড ফোরাম অফ আর্ট এন্ড কালচারের সংগীত প্রতিযোগিতায় অনবদ্য সংগীত পরিবেশন করে খনি অঞ্চলের মান বাড়াল

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : খনি অঞ্চলের পড়ুয়া স্পন্দন এবার শাস্ত্রীয় সংগীতে, বেঙ্গালুরুতে কেন্দ্রীয় স্তরের, ওয়াল্ড ফোরাম অফ আর্ট এন্ড কালচারের পক্ষ থেকে আয়োজিত সংগীত প্রতিযোগিতায় অনবদ্য সংগীত পরিবেশন করে খনি অঞ্চলের মান বাড়াল। ইতিমধ্যেই দশম শ্রেণীর পড়ুয়া স্পন্দন মুখার্জি দু – দু দফায় হারমোনিকা বাজিয়ে জাতীয় স্তরের চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়াও ইন্ডিয়া বুক অফ রেকর্ডে স্থান পায় স্পন্দন।

ছোট্ট স্পন্দন ২৭ জন মহিলাদের সাথে দৌত সংগীত হারমোনিকার মাধ্যমে পরিবেশন করে এই বিশেষ সফলতা পায়। তাছাড়াও কলা উৎসবে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন স্তরে দ্বিতীয় স্থান অধিকার করে সে। একইভাবে ন্যাশনাল মিউজিক কম্পিটিশনে ভায়োলিন বাজিয়ে প্রথম স্থান অর্জন করে দিল্লির বুকে এই স্পন্দন। এবার বিশ্বস্তরের সংগীত প্রতিযোগিতার আসরে শ্রী শ্রী রবিশঙ্কর জির আর্ট অফ লিভিং এর দ্বারা আয়োজিত, মিনিস্ট্রি অফ কালচারের পরিচালনায়, যন্ত্রসঙ্গীতে ভায়োলিন বাজিয়ে সফল হল স্পন্দন।

riju advt

এবার বিশেষ উপাধিতে ভূষিত করা হয়
তাকে, “গন্ধর্ব প্রজ্ঞা” উপাধি দেন আর্ট অফ লিভিং এর কর্মকর্তারা। এই বিশেষ উপাধি পাওয়ার পর ছোট স্পন্দন কে শ্রী শ্রী রবি শংকর জি আশীর্বাদ প্রদানও করেন। তার উন্নত ভবিষ্যতের কামনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *