দুর্ঘটনা কখনো বলে কয়ে আসেনা, তাই হেলমেট পড়ে গাড়ি চালান
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : রাস্তায় হেলমেট নেই কেন এই বিষয়ে জানতে চেয়ে মোটর বাইক দাঁড় করা নয় বাইক চালকের দাবি লোকাল ছেলে তাই লোকালে চলাচল করছি বলেই মাথায় হেলমেট নিইনি। এই উত্তর শুনেই একেবারে পড়ুয়ারা ঘিরে ধরল মোটরবাইক চালককে। দাবি করল দুর্ঘটনা কখনো বলে কয়ে আসেনা। আর লোকাল হলেই যে দুর্ঘটনার কবলে পড়বে না তা নয় অনেকবার তাড়াহুড়োতে গাড়ি চালাতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়তে হয়। তাই হেলমেট পড়ে গাড়ি চালান এই আবেদন করল পথচারী বাইক চালকদের স্কুল ছাত্ররা।



আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার ট্রাফিক গার্ড এর পক্ষ থেকে সপ্তবব্যাপী পথসচেতনতা কর্মসূচি নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসেবে রবিবার ছুটির দিনেই রানীগঞ্জের সিয়ারশোল রাজ হাই স্কুলের এনএসএসের পড়ুয়ারা পথ সচেতনতা সময় পুলিশ প্রশাসনের সঙ্গে বাইক চালকদের করল সচেতন।
- Asansol : इंजीनियरिंग छात्रा की मौत पर उबाल, आदिवासियों ने घेरा थाना
- আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ পড়ুয়ার দেহ উদ্ধার, হিরাপুর থানার সামনে বিক্ষোভ, বাবার দাবি, পরিকল্পিত খুন
- Asansol : इंजीनियरिंग छात्रा का शव मिलने से सनसनी
- বার্ণপুরে চাঞ্চল্য, নিখোঁজ নবম শ্রেণির ছাত্রর দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
- PAN – AADHAR LINK সংক্রান্ত সরকারের বড় সিদ্ধান্ত