BARABANI-SALANPUR-CHITTARANJAN

হরি মন্দিরের উদ্বোধন করলেন বিধায়ক

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-সালানপুর ব্লকের কল্ল্য গ্রাম পঞ্চায়েতের শ্রী শ্রী সার্বজনীন হরি মন্দিরের শুভ উদ্বোধন করা হয়েছে সোমবার রাত্রে ।এদিন
ফিতে কেটে ও প্রদীপ উজ্জ্বলন করে হরি মন্দিরের শুভ উদ্বোধন করেন আসানসোল মেয়র তথা বারাবনী বিধায়ক বিধান উপাধ্যায় ও আসানসোল রামকৃষ্ণ মিশনের স্বামী সোমাত্মনন্দজী মহারাজ ।
স্থানীয়রা জানান, দীর্ঘ বছরের পুরানো এ হরি মন্দির নিয়ে সীমানা জটিলতা ছিল, তাই নির্মান কাজ শুরু করা যায়নি। সকল জটিলতার অবসান কাটিয়ে নির্মান কাজ সম্পন্ন হয়েছে যার শুভ উদ্বোধন সোমবার হল ।


এদিন সকালে প্রভাত ফেরি করে হরিমন্দিরে প্রাঙ্গনে কলস এনে প্রতিষ্ঠা করা হয় তারপর চব্বিশ প্রহর কীর্তন এর শুভ গন্ধাদি অনুষ্ঠান হয় ।এই চব্বিশ প্রহর অনুষ্ঠান তিন দিন ধরে চলবে বলে জানান গ্রামের মন্দির কমিটির সদস্য বৃন্দ । এদিন বিধায়ক ছাড়াও ছিলেন সহ সমাজ সেবী ভোলা সিং,তপন মাহাতা,অংশু মান মাহাতো, জিতেন মাহাতো, স্নেহময় মাহাতো, জগৎ নারায়ণ মাহাতো ভূদেব মাহাতো, মনতোষ মাহাতো বিশু ব্যানার্জি সহ প্রমুখ।

riju advt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *