আসানসোল শহরে অবৈধ নির্মাণ ভাঙলো পুরনিগম কতৃপক্ষ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়, দেব ভট্টাচার্য ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ অবৈধ নির্মাণের দায়ে বিশাল একটি মার্কেট কমপ্লেক্স ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হলো আসানসোল শহরে। শহরের বাসিন্দাদের মতে, অত্যন্ত সাহসী এই পদক্ষেপ নিয়েছে আসানসোল পুরনিগম কতৃপক্ষ। বুধবার সকালে আসানসোল পুরনিগমের ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে এই অবৈধ নির্মাণ ভাঙেন পুরকর্মীরা।
আসানসোল শহরের জিটি রোড লাগোয়া গুরুত্বপূর্ণ এলাকা ইমাম আলী লেনে এই অবৈধ নির্মাণের অভিযোগ পুরনিগমের কাছে জমা পড়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুরনো ইঞ্জিনিয়ারিং বিভাগ ও পুর আধিকারিকরা কর্তৃপক্ষ খতিয়ে দেখে ঐ নির্মাণ কাজকে অবৈধ বলে ঘোষণা করেন। এরপর পুরনিগমের তরফে নির্মাণকারীকে শুনানিতে ডাকা হয়। কিন্তু তাতে কোন রকম সন্তোষজনক উত্তর বা নথিপত্র না পাওয়ায় পুরনিগম কর্তৃপক্ষ ঐ ভবন ভেঙে ফেলার নির্দেশ দেন। যদিও নির্মাণকারী এরপর সেই নির্দেশ না মেনে আদালতের দ্বারস্থ হন বলে জানা যায়। কিন্তু আদালত থেকেও কোন সুরাহা তিনি পাননি বলে জানা গেছে।



যাতায়াতের রাস্তা দখল করে এই নির্মাণ কাজ হয়েছিল বলে আসানসোল কর্পোরেশনের কাছে অভিযোগ জমা পড়েছিল। শেষ পর্যন্ত সমস্ত দিক বিবেচনা করে বুধবার আসানসোল পুরনিগম কতৃপক্ষ প্রশাসনের সংশ্লিষ্ট অন্যান্য বিভাগগুলিকে সঙ্গে নিয়ে বড়সড়ো এই নির্মাণ ভেঙে ফেলার কাজ শুরু করে। বহু শ্রমিক এই ভবন ভাঙার কাজে নিযুক্ত হয়েছেন। তবে ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় যন্ত্রের সাহায্যে এই ভবন না ভেঙে শাবল, গাঁইতি, হাতুড়ি ইত্যাদি দিয়ে কর্মীরা অবৈধ নির্মাণ ভাঙেন।

আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় আগেই বলেছেন, পুর এলাকার কোথাও কোনো রকম অবৈধ নির্মাণ একেবারেই সহ্য করা হবে না। যে কোনো অবৈধ নির্মাণ সম্পর্কে অভিযোগ পেলে খতিয়ে দেখে সেই নির্মাণ ভেঙে ফেলা হবে। তা সে যতই প্রভাবশালী বা বিত্তবান ব্যক্তিরই হোক না কেন। আসানসোল পুরনিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আর কে শ্রীবাস্তব এই বিষয়ে বলেন, এই ভবন বেআইনিভাবে তৈরি করা হয়েছিলো। যা আসানসোল পুরনিগমের তরফে আগেই ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু নির্মাণকারী আদালতে যাওয়ায় তা কার্যকর করা সম্ভব হয়নি। এখন আর কোন আইনী বাধা না থাকায় সেই নির্দেশ কার্যকর করে এই বিল্ডিং ভেঙে ফেলা হচ্ছে। তিনি আরো বলেন, মেয়র বিধান উপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আসানসোল পুরনিগম এলাকায় অবৈধ দখলদার ও নির্মাণ থাকলে তা অবশ্যই ভেঙ্গে ফেলা হবে।
Asansol Municipality should check daily their complaint box in their website. Encourage common Asansolians to act as eyes of Asansol Municipality by taking action against their complaints. If you need strategical help, I will provide.