DURGAPUR

দূর্গাপুর ইস্পাত কারখানায় গ্যাস লিক, অসুস্থ ৫ কর্মী

বেঙ্গল মিরর, দূর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ দুর্গাপুর ইস্পাত কারখানা বা ডিএসপিতে আবারও গ্যাস লিকের ঘটনা ঘটলো। এই ঘটনায় অসুস্থ পাঁচ কারখানা কর্মী। তাদেরকে ভর্তি করা হয় দুর্গাপুর ইস্পাত হাসপাতালে। শুক্রবার রাতের এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে ইস্পাত কারখানার জুড়ে।


জানা গেছে, শুক্রবার রাত ৮টা নাগাদ দুর্গাপুর ইস্পাত কারখানার ব্লাস্ট ফার্নেস বিভাগে কার্বন মনোক্সাইড গ্যাস বার হতে থাকে। তীব্র ঝাঁঝে কর্মরত দুজন স্থায়ী কর্মী পরিমল মন্ডল ও সুনীল হাজরা এবং তিনজন অস্থায়ী কর্মী বিকাশ কাপারি, টোটন খাওয়াস ও নুর আলম জমাদার অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাদেরকে উদ্ধার করে নিয়ে হয় দুর্গাপুর ইস্পাত হাসপাতালে (মেন হাসপাতাল) ভর্তি করে। ৫ জনেরই সেখানে চিকিৎসা চলছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে গেছে।
তবে এই ঘটনায় কারখানায় কর্মরত কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একইভাবে কারখানা কতৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিভিন্ন শ্রমিক সংগঠনগুলি। কারখানা কতৃপক্ষ জানিয়েছে, ঠিক কি কারণে এই ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply