রানিগঞ্জ এলাকায় মাত্র ২টি ওয়ার্ডে লিড তৃণমূলের , অন্ডাল ব্লক মান বাঁচাল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়ের
বেঙ্গল মিরর, রানিগঞ্জ, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : আসানসোল লোকসভা নির্বাচনে আসানসোল পুরনিগমের রানিগঞ্জ পুর এলাকায় ১১ টি ওয়ার্ডের মধ্যে মাত্র ২টি ওয়ার্ডে এগিয়ে শাসক দল তৃনমুল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। বাকি ৯ টি ওয়ার্ডে লিড পেয়েছেন বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। রানিগঞ্জ বিধানসভার মধ্যে থাকা অন্ডাল ব্লকে অবশ্য লিড পেয়েছে রাজ্যের শাসক দল। এই হিসাবে বলা যেতে পারে যে, এবারের লোকসভা নির্বাচনে অন্ডাল ব্লক মান বাঁচাল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়ের। তাপসবাবু বিধায়ক হওয়ার পাশাপাশি আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান। আসানসোল লোকসভা কেন্দ্রের এই বিধানসভা কেন্দ্রের দিকে সকলের নজর ছিল। তার অন্যতম কারণ হলো রানিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় ও বিজেপি প্রার্থী এসএস আলুওয়ালিয়ার মধ্যে আত্মীয়তার সম্পর্ক । তাই রানিগঞ্জ বিধানসভায় এবারের লোকসভা নির্বাচনে কি হবে সেদিকেই সবার চোখ ছিল।




মঙ্গলবার ভোটের রেজাল্ট বেরোনোর পরে দেখা যায়, বিজেপি রানিগঞ্জ শহর বা পুর এলাকা থেকে লিড পেয়েছে। অন্ডাল ব্লক বা গ্রামীণ এলাকায় বিজেপি এগিয়ে। সবমিলিয়ে সামগ্রিক ফলের নিরিখে তৃণমূল কংগ্রেস রানিগঞ্জ বিধানসভা থেকে প্রায় ৪৪০০ ভোটের লিড পেতে সফল হয়েছে।জানা গেছে, রানিগঞ্জের ৩৩ নম্বর ওয়ার্ডে তৃতীয় স্থানে রয়েছে তৃনমুল কংগ্রেস। একই ভাবে মেয়র পারিষদ ও ব্লক সভাপতির ওয়ার্ডেও তৃনমুল পিছিয়ে । রানিগঞ্জের দুটি ওয়ার্ডে ৯ হাজার ভোটের লিড পেয়েছে তৃনমুল। যে কারণে তফাৎ নেমে এসেছে ৬ হাজারে। যেখানে অন্ডাল ব্লক থেকে লিড ১০ হাজার ভোটের।
WARD NO. | BJP | TMC | LEAD |
---|---|---|---|
33 | 2854 | 1825 | 1029 |
34 | 4659 | 2371 | 2288 |
35 | 533 | 6120 | 5587 TMC |
36 | 5284 | 1562 | 3722 |
37 | 3417 | 1990 | 1427 |
88 | 3630 | 3630 | 0 |
89 | 1599 | 4928 | 3329 TMC |
90 | 3126 | 1207 | 1919 |
91 | 3495 | 3113 | 382 |
92 | 2703 | 1142 | 1561 |
93 | 5262 | 2171 | 3091 |