রাতারাতি কয়লা উত্তোলন বন্ধ করে পালালো কয়লা উত্তোলক সংস্থা,বিপাকে শ্রমিকরা, খোলা মুখ খনিতে বিক্ষোভ
বেঙ্গল মিরর, কাজল মিত্র :– ( ECL News ) রাতারাতি কয়লা উত্তোলন বন্ধ করে পালালো কয়লা উত্তোলক সংস্থা। আর তার জেরে ইসিএলের আসানসোলের সালানপুর এরিয়ার অন্তর্গত মোহনপুর খোলা মুখ খনিতে বিক্ষোভ দেখালো কর্মীরা। জানা গেছে শুক্রবার রাতারাতি অভিয়ান নামক
ওই কয়লাখনির বেসরকারি কয়লা উত্তোলন কারী সংস্থা পালিয়ে যায় বলে অভিযোগ। ওই বেসরকারি সংস্থাতে কর্মরত শ্রমিক দের দাবি গত তিনমাস থেকে তাদের বেতন বকেয়া রয়েছে। ওই খনিতে প্রায় ৪০০ জন কর্মচারী রয়েছে বলে জানিয়েছে কর্মীরা। তাঁদের দাবি এই ভাবে রাতারাতি বেসরকারি কয়লা উত্তোলন সংস্থা পালিয়ে যাওয়ার ফলে বিপাকে পড়লো কর্মীরা। অবিলম্বে নতুন কোম্পানি দায়িত্ব নিয়ে কয়লা উত্তোলন শুরু করুক বলে দাবি কর্মীদের। পাশাপাশি তাদের বকেয়া মেটানো হোক।




একই সাথে কর্মীরা এজেন্ট অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায়। তারা এজেন্ট ম্যানেজার এর কাছে সমস্ত ঘটনা জানান ।
এবিষয়ে এক শ্রমিক জানান তারা এজেন্ট ম্যানেজার এর কাছে একটি ডেমোস্ট্রেশন দেন তাতে তিনি জানান যে কোম্পানি তাদের কাছে কোন লিখিত জমা দেননি তবে যেসমস্ত শ্রমিক দের বকেয়া রয়েছে সেই বকেয়া টাকা ফেরত দেওয়া হবে ।তাছারা যদি অন্য কোন কোম্পানি আসে তাদের নিয়োগ করা হবে ।
- राशन डीलर केंद्र में हंगामा, आरोप – प्रत्यारोप
- দিল্লির জয়ে উচ্ছ্বসিত গেরুয়া শিবির
- আসানসোলে শুরু ” ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার “, উদ্বোধনে মন্ত্রী
- দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলে পরিবেশগত স্থায়িত্ব সম্পর্কিত ৮ম আলোচনা সভা
- লক্ষ্য ২০২৬, পশ্চিম বর্ধমানের সব আসন জিততে বার্তা আইএনটিটিইউসির রাজ্য সভাপতির