লছিপুরে অবৈধ পার্কিং ভেঙে দিল আসানসোল পৌর নিগম
বেঙ্গল মিরর, কাজল মিত্র :আসানসোল পৌরনিগমের উদ্যোগে কুলটি বিধানসভার অন্তর্গত লছিপুর দিশা যৌন পল্লী সংলগ্ন জিটি রোডের পাশে এক পার্কিংযের সামনের কিছু অংশ সহ পার্কিং বোর্ড ভেঙে দেয় আসানসোল পৌরনিগমের অধিকারীকেরা। সাথে উপস্থিত ছিলেন নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ।এই অবৈধ নির্মাণ ভাঙার সময় স্থানীয় তৃর্ণমুল নেতা শিবদাস রায় এবং তার দলের কর্মীদের সাথে বচসা আসানসোল পৌরনিগমের অধিকারীকদের।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর (৫৯)নম্বর ওয়ার্ডের জাকির হোসেন।
এদিন আসানসোল পৌরনিগমের লিগ্যাল এডভাইজার সায়ন্তন মুখার্জী বলেন আসানসোল পৌর নিগমের মেয়রের কাছে অবৈধ পার্কিং চালানো হচ্ছে। সেই মত মেয়রের নির্দেশে অভিযান চালিয়ে পার্কিং যেখানে যেখানে বোর্ড লাগানো ছিলো ভেঙে ফেলা হয়।জায়গাটি আসানসোলে পৌরনিগমের অন্য কেউ যেনো দখল না করে বলা হয়েছে।আসানসোল পৌর নিগমের যায়গাতে বিনা পারমিশনে কেউ পার্কিং চালাতে পারবেনা চালাতে হলে বৈধ ভাবে পৌর নিগমের অনুমতি নিয়ে চালাতে হবে।
অপর দিকে স্থানীয় তৃনমুল নেতা শিবদাস রায় বলেন ভাঙার কাজ অন্যায় ভাবে করা হচ্ছে কারণ বিনা নোটিস না দিয়ে। সরকারি যায়গা ৭৫ফুট ভাঙতেই পারে আমাকে আগে জানালে আমরা জিনিস গুলো কিলিয়ার করার জন্য সময় দেওয়া দরকার ছিলো।ট্রেড লাইসেন্স রয়েছে।আমার নিজের জায়গাতে পৌরনিগম টেন্ডার করতে পারেনা তখন আমি ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করবো।হাইকোর্টের অর্ডারের বেসিসে আমি চালাচ্ছি।ওনারা বলছে PWD যায়গা তাঁদের নো অবজেকশন আমার কাছে আছে।অপরদিকে স্থানীয় (৫৯)নম্বর ওয়ার্ডের কাউন্সিলার জাখির হোসেন বলেন খবর পেয়েই এসেছি কিন্তু পৌরনিগম এক জায়গা তে ভাঙার কাজ করবে। এটা ঠিক নয় ভাঙার কাজ করলে সব একলাইন থেকে অবৈধনির্মাণ ভাঙতে হবে। এক চোখে সুরমা এক চোখে কাজল এটা ঠিক নয়। পৌরনিগমের পক্ষ থেকে আমাদের জানানো হয়না বলে বলেন।