প্রতিযোগিতা, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : “প্রয়াস” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের বর্ষপূর্তি (৫-তম বর্ষ) উপলক্ষে প্রতিযোগিতা, নাটক, সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । শনিবার দুটি অর্ধে অনুষ্ঠানটি হয় উখড়া পুরাতন হাটতলা জমিদার স্টেটে ।
এদিন প্রথম অর্ধে রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, রবীন্দ্র নৃত্য, আবৃতি ও অঙ্কন প্রতিযোগিতাগুলি হয় । অঙ্কনে ৬০ জন, আবৃত্তিতে ৫০, নৃত্যে ৩৫ ও গানের প্রতিযোগিতায় কুড়ি জন প্রতিযোগী অংশ নিয়েছিল । সন্ধ্যেবেলায় দ্বিতীয় অর্ধে দুঃস্থদের বিভিন্ন সামগ্রিক প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও একগুচ্ছ হাস্যকৌতুক অনুনাটক মঞ্চস্থ হবে । সংগঠনের পক্ষে সুরজিৎ দাঁ জানান সারা বছর দুঃস্থ মানুষজনের পাশে দাঁড়ানো ও বিভিন্ন সামাজিক কাজে যুক্ত থাকে সংগঠন ।