RANIGANJ-JAMURIA

কুস্তিতে স্বর্ণপদক জয় করল আদিবাসী যুবক

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া :  জামুড়িয়ার আদিবাসী যুবক এবার জয় করল স্বর্ণপদক। একেবারে  নেপালের মাটিতে পাখারার রঙশালা স্টেডিয়ামে, ইন্ডো নেপাল ইয়ুথ গেমস চ্যাম্পিয়নশিপের বক্সিং প্রতিযোগিতার ৮০ কেজি ওজনের বিভাগে, স্বর্ণপদক জয়লাভ করল, হরিপুর ঝিঙাধাওড়ার বাসিন্দা বছর ২৭ এর প্রভাকর কিস্কু । রবিবার সকালে তাকে রানীগঞ্জ স্টেশনে বাড়ি ফিরবার সময়, দিশম আদিবাসী গাওতার সদস্যরা,  তাঁকে সম্বর্ধনা জানান ।‌


প্রভাকর বলেন , পনেরো বছর বয়স থেকে সে বক্সিংয়ে প্রশিক্ষণ নিচ্ছে ‌। দুর্গাপুরের  ও বার্নপুরের তিনি বক্সিংয়ে প্রশিক্ষণ নিয়েছেন ।‌ বর্তমানে দুর্গাপুরের অমিত কুমারের কাছে কাছে প্রশিক্ষণরত ।‌ ২০২১ সালে আলিপুরদুয়ারে রাজ্য স্তরের প্রতিযোগিতায় ৮০ কেজি বিভাগে  সোনা পায় সে । এরপর চলতি বছরের জুন মাসে, উত্তরপ্রদেশের আগ্রায় জাতীয় স্তরের প্রতিযোগিতায়, একই বিভাগ সোনা পেয়েছে সে ।‌ প্রভাকরের লক্ষ্য অলিম্পিকে‌ যোগ দিয়ে স্বর্ণপদক আনা ।‌ বক্সিং ছাড়া সে ফুটবল খেলতে ভালবাসে ।‌

প্রভাকরের মা সুরয মনি কিস্কু ও  স্ত্রী মণিকা টুডু কিস্কু জানান , তাঁরা দুজনেই চান ঈশ্বরের আশীর্বাদে প্রভাকরের স্বপ্ন পূরণ হোক ।‌ দিশম আদিবাসী গাওতার নেতা ভুবন মান্ডি জানান , জনজাতি সম্প্রদায়ের মানুষ শত প্রতিকূলতা অতিক্রম করে, যে সাফল্যে পৌঁছেছে তা ধরে রাখতে তাঁরা সবরকম ভাবে পাশে থাকতে চান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *