রাস্তায় নেমে প্রতিবাদ ডিওয়াইএফআই ও সারা ভারত মহিলা সমিতির
বেঙ্গল মিরর, কাজল মিত্র:- আর জি কর হাসপাতালের মধ্যে দ্বিতীয় বর্ষের মেডিকেল কলেজের ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় সারা ভারত যুব ফেডারেশন সালানপুর এরিয়া কমিটির পক্ষ থেকে রবিবার বিকেলে রূপনারায়ানপুরের বাসস্ট্যান্ডের সামনে পথসভা করা হয়।পথসভার পরেই রূপনারায়ানপুর মোড়ে আসানসোল চিত্তরঞ্জন রাস্তায় পথ অবরোধ করা হয়।অবরোধ প্রায় পনেরো মিনিট চলে।ডিওয়াইএফআই সদস্য আবীর ঘোষ জানান যা ঘটনা তার তীব্র প্রতিবাদ জানাই।
মেডিকেল ছাত্রীর সাথে চরম অমানবিক আচরণ,ধর্ষণ ও নৃশংস খুনের প্রতিবাদে এবং দোষীদের সনাক্ত করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে ডিওয়াইএফআই এবং সারা ভারত মহিলা সমিতির সদস্যরা আন্দোলন করবে।এই আন্দোলন আগামী দিনে আরো বড় আকার নেমে।এদিন উপস্থিত ছিলেন সারা ভারত মহিলা সমিতির সদস্য তাপসী চৌধুরী সহ সঞ্চায়ন মুখার্জি সহ আরো অনেকে।